নিজস্ব প্রতিনিধি : জীবন নিউজ ২৪ ডট কম এর সিনিয়র সহকারী সম্পাদক সজীব হোসেন জয় বেশ কিছুদিন যাবত শারিরীকভাবে অসুস্থতায় ভুগছেন। তার কোমরের জয়েন্টের হাড় ক্ষয় হয়েছে বলে জানিয়েছে চিকিৎসক। আগামী ৩/৪ দিনের মধ্যে তার অপারেশন করা হবে। তিনি জীবন নিউজ পরিবারসহ দেশবাসীর কাছে সুস্থতার জন্য দোয়া কামনা করেছেন।
এ বিষয়ে জীবন নিউজ ২৪ ডট কম এর সম্পাদক বলেন, আমাদের সিনিয়র সহকারী সম্পাদক সজীব হোসেন জয় তিনি অসুস্থ্য, আমরা দোয়া করি উনি যেন খুব শিঘ্রই সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসে। আল্লাহ্ তার সহায়ক হউন। আপনারা সবাই তার জন্য দোয়া করবেন।