ঢাকা: আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প কর্তৃক জেরুজালেমকে ইসরাঈলের রাজধানী ঘোষণার প্রতিবাদে ইসলামী আন্দোলন বাংলাদেশ ১৫ ডিসেম্বর শুক্রবার সারাদেশে বিক্ষোভ কর্মসূচি পালন করবে।
ইসলামী আন্দোলনের মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুছ আহমাদ বলেন, মুসলমানদের প্রথম কেবলা জেরুজালেমকে ইসলাইলের রাজধানী করতে দেয়া হবে না। এজন্য মুসলমানদের যা করার দরকার তাই করতে হবে।
এ ঘোষণায় বিশ্বব্যাপী উত্তপ্ত হয়ে উঠলেও জাতিসংঘ, ও আরবলীগ এখনো নিরব ভুমিকা পালন করছে। তিনি ১৫ ডিসেম্বর সারাদেশে বিক্ষোভ কর্মসূচি সফলের আহ্বান জানান।
জেরুজালেমকে মুক্ত করে ফিলিস্তিনের রাজধানী হিসেবে প্রতিষ্ঠা করতে হবে। সেইসাথে মার্কিন পণ্য বর্জনের মাধ্যমে আমেরিকার অর্থনীতিতে আঘাত করতে হবে।