করোনাভাইরাসে বিশ্ব আতঙ্কে। এনিয়ে বিভিন্ন দেশের চিকিৎসকেরা সবাইকে মাস্ক ব্যবহার করতে পরামর্শ দিচ্ছেন। তবে সার্জিক্যাল মাস্ক ব্যবহার করা নিয়ে বাংলাদেশ ও ভারতের চিকিৎসকদের মধ্যে দুই ধরণের বক্তব্য পাওয়া গেছে।
সম্প্রতি করোনাভাইরাস থেকে রক্ষা পেতে ভারতে সার্জিক্যাল মাস্ক ব্যবহারের নিয়মের একটি বার্তা দেশটির হোয়াটসঅ্যাপে ছড়িয়ে পড়েছে। ছড়িয়ে পড়া ওই বার্তায় বলা হয়েছে, সুস্থ থাকলে সার্জিক্যাল মাস্কের সাদা অংশ বাইরে রেখে ব্যবহার করতে হবে এবং অসুস্থ থাকলে রঙ্গিন অংশ বাইরে রেখে। তবে দেশটির চিকিৎসকেরা এনিয়ে ভিন্ন কথা বলেছেন।
ইন্ডিয়া টাইমস এনিয়ে ডঃ রমিল টিকো (ইন্টারনাল মেডিসিন, ম্যাক্স হাসপাতাল) এবং ডঃ তরুন সাহনীর ( জেনারেল ফিজিশিয়ান, ইন্টারনাল মেডিসিন, ইন্দ্রপ্রস্থ ইন্দ্রপ্রস্থ অ্যাপোলো হাসপাতাল) সঙ্গে কথা বলেছেন।
সার্জিক্যাল মাস্ক কি দুই অংশে ব্যবহার করা যায় এবং হোয়াটসঅ্যাপে ছড়িয়ে পড়া বার্তা কি সত্য? এমন প্রশ্নের জবাবে তরুন সাহনী বলেছেন, এটা একেবারেই অপ্রাসঙ্গিক। সার্জিক্যাল মাস্ক শুধু রঙ্গিন অংশ বাইরে রেখে এবং সাদা অংশ ভেতরে রেখে পরিধান করতে হবে।
এছাড়া তিনি আরও বলেছেন, সাদা অংশ বাইরে রেখে সার্জিক্যাল মাস্ক ব্যবহার শুধু অকার্যকর নয় এমন করে ব্যবহার অস্বস্তিদায়কও।
রমিল টিকো বলেছেন, মাস্ক ব্যবহার ভাইরাসের হাত থেকে রক্ষা করতে কার্যকর।
এছাড়া তরুন সাহনী বলেছেন, ভ্রমণের সময় বা পাবলিক প্লেসে সবারই সার্জিক্যাল মাস্ক ব্যবহার করা উচিৎ।
এদিকে বাংলাদেশের চিকিৎসকেরা সার্জিক্যাল মাস্ক ব্যবহার নিয়ে বলছেন ভিন্ন কথা।
বাংলাদেশের চিকিৎসকদের অনেকে বলছেন, যারা সুস্থ আছেন এবং ভাইরাস বা জীবাণু প্রতিরোধ করতে চান, তারা সাদা অংশটি বাইরে রেখেই মাস্ক ব্যবহার করবেন।
এবং অন্যদিকে কেউ যখন ঠাণ্ডা, জ্বর, হাঁচি, কাশি বা অন্য কোনো রোগে আক্রান্ত হলে নীল অংশটি বাইরে রেখে মাস্ক ব্যবহার করবেন।
এদিকে চীনে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে ৪২৫ জনে দাঁড়িয়েছে। প্রাণঘাতি এই ভাইরাসে এখন পর্যন্ত চীনে আক্রান্ত হয়েছেন ২০ হাজার ৪ শত ৩৮ জন। এছাড়া এই ভাইরাস ২৬ টির বেশি দেশে ছড়িয়ে পড়েছে।