1. rajubdnews@gmail.com : 24jibonnews : admin
রবিবার, ১৫ জুন ২০২৫, ০৮:৪৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ:
রিয়াল মাদ্রিদে নাম লিখিয়েছেন আর্জেন্টিনার অ্যাটাকিং মিডফিল্ডার ফ্র্যাঙ্কো মাস্তানতুয়োনো ৪ দিনে বাসে অতিরিক্ত আদায়কৃত ১ লাখ ৬০ হাজার টাকা ভাড়া যাত্রীদের ফেরত উত্তরায় র‍্যাব পরিচয়ে নগদ-এর ডিস্ট্রিবিউটরের এক প্রতিনিধিদের কাছ থেকে টাকা ছিনতাই টানা ১৮ দিন বন্ধ থাকার পর চালু হলো জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতাল দাম নিয়ে আড়তদারদের আশ্বস্ত করলেন ট্যানারি মালিকরা শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় এখন ভারতে লন্ডনে প্রধান উপদেষ্টা ও তারেক রহমানের মধ্যকার বৈঠকে নির্বাচন ও সংস্কার ইস্যু গুরুত্ব পাবে ভারতের বিধ্বস্ত বিমানে বিদেশি আরোহী ছিলেন ৬১ জন ভারতের বিধ্বস্ত হওয়া বিমানটিতে ছিলেন গুজরাটের সাবেক মুখ্যমন্ত্রী বিজয় রূপানি ভারতের গুজরাটের আহমেদাবাদে ২৪২ জন আরোহী নিয়ে বিমান বিধ্বস্ত

সালমানের ভয়ে ক্যাটরিনাকে ‘না’ করেছিলেন আয়ুষ?

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : শনিবার, ১৫ সেপ্টেম্বর, ২০১৮

ভগ্নিপতি আয়ুষ শর্মাকে বলিউড পর্দায় নিয়ে আসছেন অভিনেতা সালমান খান। ‘লাভরাত্রি’ ছবি দিয়ে রুপালি পর্দায় অভিষেক হতে যাচ্ছে তার।

এ ছবিতে নবাগতা ওয়ারিনা হোসেনের বিপরীতে দেখা যাবে বোন অর্পিতার স্বামী আয়ুষ শর্মাকে।

বলিমহলের খবর, লাভরাত্রি ছবির জন্য আয়ুষের বিপরীতে অভিনয়ের জন্য প্রস্তাব দেয়া হয়েছিল ক্যাটরিনা কাইফকে।

কিন্তু ক্যাটরিনা ফিরিয়ে দেন এ প্রস্তাব। বিষয়টি নিয়ে অনেক কথাই রটেছিল বলিমহলে সে সময়।

বিটাউনের খবর, লাভরাত্রি ছবির জন্য প্রথম দিকে ভগ্নিপতির বিপরীতে নায়িকা খুঁজে পাচ্ছিলেন না সালমান।

আয়ুষের বিপরীতে প্রথমে শ্রীদেবী তনয়া জাহ্নবী কাপুর, সাইফ তনয়া সারা আলি খানসহ অনেককেই প্রস্তাব দেন তিনি।

কিন্তু তারা সবাই সালমান খানকে ফিরিয়ে দেন। সে কারণে এক সময় ক্যাটরিনাকেও প্রস্তাব দেয়া হয়।

তবে এক ভারতীয় সংবাদমাধ্যমের খবর, ক্যাটরিনা আয়ুষকে ফিরিয়ে দিক বা না দিক, আয়ুষ নিজেও নাকি ক্যাটের সঙ্গে অভিনয় করতে রাজি হন নি।সম্প্রতি ‘ইন্ডিয়া টুডে’তে আয়ুষ বলেন, ক্যাটরিনার সঙ্গে অভিনয় করতে আমার অস্বস্তি হওয়াটা খুব স্বাভাবিক।আর আয়ুষের এই বক্তব্যের পরই সিনে প্রেমীদের মুখেমুখে যে কথা ফুটছে তাহলো, সালমনের সঙ্গে ক্যাটরিনার বিশেষ সম্পর্কের কারণেই ক্যাটের সঙ্গে অভিনয় করতে অস্বস্তি বোধ করছিলেন ভগ্নিপতি আয়ুষ ।প্রসঙ্গত, বিটাউনে সালমান-ক্যাট প্রেমের কথা প্রায় সকলেরই জানা। যদিও মাঝে সালমানকে ছেড়ে রণবীর কাপুরের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন ক্যাট। তবে আজকাল ফের সালমানের সঙ্গে ভাব জমিয়েছেন তিনি।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © জীবন নিউজ ২৪ ডট কম
Theme Customized BY LatestNews