যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে উত্তর কোরীয় নেতা কিম জং-উনের সম্ভাব্য দ্বিপাক্ষিক বৈঠকের প্রস্তুতির জন্য দুই দেশের শীর্ষ কর্মকর্তারা বর্তমানে সিঙ্গাপুরে অবস্থান করছেন। আজ মঙ্গলবার জাপানি ব্রডকাস্টার এনএইচকে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, গত সপ্তাহে আগামী ১২ জুন বৈঠকের জন্য চূড়ান্ত দিন ঠিক করেন ট্রাম্প। সিঙ্গাপুরে নির্ধারিত সময়ে বৈঠকটি অনুষ্ঠিত হবে বলেও জানান তিনি। বৈঠকের জন্য গতকাল সোমবার মার্কিন কর্মকর্তাদের একটি ‘প্রাক অগ্রবর্তী’ দল সিঙ্গাপুরে পৌঁছায়। এদিকে আজ মঙ্গলবার সিঙ্গাপুরের স্থানীয় একটি হোটেলে হোয়াইট হাউসের ডেপুটি চিফ অব স্টাফ ফর অপারেশন্স জো হ্যাগিনকে দেখা গেছে। উত্তর কোরিয়ার কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাত করবেন কি না সাংবাদিকদের এমন প্রশ্নে হ্যাগিন বলেন, ‘এখানে অনেক মিটিং হবে।’ অন্যদিকে গতকাল সোমবার রাতে সিঙ্গাপুরে পৌঁছেছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন। সপ্তাহখানেক আগেও কূটনৈতিক টানাপড়েনের মধ্যে গত বৃহস্পতিবার সিঙ্গাপুর বৈঠক বাতিলের ঘোষণা দিয়েছিলেন ট্রাম্প। আর এর আগে পরমাণু নিরস্ত্রীকরণ নিয়ে যুক্তরাষ্ট্র অতিরিক্ত চাপ দিচ্ছে অভিযোগ তুলে কিমও সম্মেলন বাতিলের হুমকি দিয়েছিলেন। বহুল প্রতীক্ষিত এই সম্মেলনের আলোচ্য বিষয় কী হবে-এখনো সে বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে, কোরীয় উপদ্বীপ পরমাণু অস্ত্র মুক্ত করা এবং উত্তেজনা প্রশমণই আলোচনার মূল বিষয়বস্তু হতে পারে।