সিরাজগঞ্জের সলঙ্গা থানার হাটিকুমরুল গোলচত্বর এলাকায় বুধবার ভোরে অভিযান চালিয়ে ৬০ বোতল ফেনসিডিল জব্দ করেছে পুলিশ। এ ব্যাপারে হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত ককর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভোরে গোলচত্বরে চেকপোস্ট বসিয়ে মেহেরপুর থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালানো হয়। এসময় বাসের বাংকারে ৬০ বোতল ফেনসিডিল পাওয়া যায়। তবে এ ঘটনায় কাউকে আটক করা হয়নি।