সিরিয়ান নেটওয়ার্ক ফর হিউম্যান রাইটস(এসএনএইচআর) জানিয়েছে, গত কয়েক বছর ধরে সিরিয়াতে চলা যুদ্ধে প্রায় ৩০ লাখ ঘরবাড়ি ধ্বংস হয়েছে। এতে দেশটির প্রায় ৯০ শতাংশ ক্ষয়ক্ষতি হয়েছে। খবর মিডল ইস্ট মনিটরের।
মানবাধিকার সংগঠনটির প্রতিবেদনে বলা হয়েছে, কৃত্রিম উপগ্রহ থেকে পাওয়া ছবিতে দেখা যাচ্ছে, পূর্ব গৌতায় জঙ্গিদের আস্তানা লক্ষ্য করা চালানো রুশ হামলায় শহরটি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে।
প্রতিবেদনে বলা হয়, ২০১১ সালে সিরিয়া যুদ্ধ শুরু হওয়ার পর রাশিয়া-সিরিয়া-ইরান জোট ফেব্রুয়ারি মাসে পূর্ব গৌতায় সবচেয়ে ধ্বংসাত্মক হামলা চালায়।
সিরিয়ার সরকারি ও রুশ বাহিনী ব্যাপক ঘরাবাড়ি এবং গুরুত্বপূর্ণ স্থাপনায় ব্যাপক বোমা হামলা করেছে। যুদ্ধের কোনো নিয়ম-কানুন না মেনেই অধিকাংশ বোমা হামলা চালানো হয়েছে।
এসএনএইচআর জানিয়েছে, সিরিয়াতে ৩০ লাখ বাড়িঘর আংশিক বা পুরোপুরি ধ্বংস করা হয়েছে। এতে কয়েক মিলিয়ন সিরীয় নাগরিক বাস্তুচ্যুত হয়েছে।