মোঃনুর নবী জনি: নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক মুক্তিযোদ্ধার বিরুদ্ধে মিথ্যাচার করার অভিযোগে পাওয়া গেছে ।
সোহানূর ইসলাম সুমন নামের একটি ফেসবুক আইডিতে চলতি মাসের ২৫ মে রাত ৯.৫২ মিনিটে উপজেলার সনমান্দী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি পদে ১৯ বছর যাবত দায়িত্ব নিয়োজিত থাকা বীর মুক্তিযোদ্ধা হাজী মোঃ ইসহাক মিয়াকে নিয়ে একটি স্ট্যাটাসে বলা হয় । বীর মুক্তিযোদ্ধা হাজী মোঃ ইসহাক মিয়া একজন ভূয়া মুক্তিযোদ্ধা , দুর্নীতিবাজ , মাটি ও ভূমিদস্যু ।
ফেসবুকে স্ট্যাটাস দেওয়া সোহানুর ইসলাম সুমন উপজেলার সনমান্দী ইউনিয়নের পাঁচানি গ্রামের রোস্তম আলীর ছেলে ।
২ নং সেক্টর কমান্ডার হায়দার ও স্থানীয় কমান্ডার নূরু মিয়া চৌধুরীর অধিনে থেকে সোনারগাঁওয়ের বিভিন্ন স্থানে যুদ্ধে অংশ গ্রহণকারী ইসহাক মিয়াকে নিয়ে ফেসবুকে মিথ্যা সংবাদ প্রচার করায় মুক্তিযোদ্ধাদের মাঝে ক্ষোভ দেখা দিয়েছে ।
এ ব্যাপারে জানতে চাইলে মুক্তিযোদ্ধা হাজী মোঃ ইসহাক মিয়া বলেন, আমি সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করি । মহান স্বাধীনতা যুদ্ধের একজন বীর মুক্তিযোদ্ধা, মহান মুক্তিযুদ্ধের সময় বীরোচিত সাহসি ভূমিকা সর্বজন প্রশংসিত , আমি দীর্ঘ ১৯ বছর যাবত সনমান্দী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি পদে সুনামের সহিত দায়িত্ব পালন করছি । তাছাড়া সনমান্দী ইউনিয়ন মুক্তিযোদ্ধা ও পরিবার কল্যাণ সমিতির সভাপতি, সোনারগাঁও থানা আইনশৃঙ্খলা কমিটির সদস্যসহ বিভিন্ন সমাজসেবা মূলক কাজে জড়িত ।
আমাকে নিয়ে একটি কুচক্রী মহল ফেসবুকে মিথ্যা, বানোয়াট স্ট্যাটাস দিয়ে আমার মানহানি করেছে ।
মুক্তিযোদ্ধা ইসহাক মিয়া বাদী হয়ে সোনারগাঁও থানায় একটি অভিযোগ দায়ের করেন ।
এ বিষয়ে সোনারগাঁও থানা অফিসার ইনচার্জ মোর্শেদ আলম পিপিএম কাছে জানতে চাইলে তিনি জানান, এ ব্যাপারে একটি অভিযোগ পেয়েছি তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে ।