টাঙ্গাইলে স্ত্রীকে ফিরিয়ে এনে না দেয়ায় বাবাকে কুপিয়ে হত্যা করেছেন ছেলে। নিহতের নাম জব্বার আলী(৬৫)। শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার কাচিনা গ্রামে এ ঘটনা ঘটে। হত্যার অভিযোগে রবিবার সকালে ছেলে বিল্লাল হোসেনকে (২৮) আটক করা হয়েছে।
কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোশারফ হোসেন বলেন, বিল্লাল হোসেনের স্ত্রী কিছুদিন পূর্বে বাড়ি থেকে চলে যান। স্ত্রীকে ফিরিয়ে আনার জন্য বিল্লাল হোসেন তার বাবাকে চাপ দিয়ে আসছিলেন। এ নিয়ে তাদের মধ্যে পারিবারিক কলহ বাধে। শনিবার দিবাগত রাতে জব্বার আলীকে ঘর থেকে বাইরে ডেকে এনে ছেলে বিল্লাল হোসেন তাকে কুপিয়ে হত্যা করেন। রবিবার সকালে জব্বার আলীর লাশ ময়নাতদন্তের জন্যে টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়। অভিযুক্ত ছেলে বিল্লাল হোসেনকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও তিনি জানান।
উপজেলার নারান্দিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শুকুর মামুদ বলেন, বিল্লাল হোসেনের অত্যাচারে তার স্ত্রী চলে গেছেন। এর আগেও তিনি এলাকায় বেশ কয়েকটি দুর্ঘটনা ঘটিয়েছেন।