পঞ্চগড়ের বোদা পৌরসভা নির্বাচনে ভোট গ্রহণ চলছে। প্রচন্ড শীত ও কুয়াশাকে উপেক্ষা করে সকাল থেকেই ভোট কেন্দ্রগুলোতে ভোটারের উপচেপড়া ভিড় লক্ষ্য করা গেছে।
দীর্ঘ ১৭ বছর পর পৌরসভা নির্বাচনে এই পৌরসভার ভোটাররা তাদের পছন্দের চেয়ারম্যান এবং যোগ্য কাউন্সিলর বেছে নেবেন। তাই আনন্দে উচ্ছ্বসিত বোদাবাসী। উৎসব মুখর এবং শান্তিপূর্ণ পরিবেশে এই পৌরসভায় ভোট গ্রহণ চলছে । পৌরসভার ৯ টি ভোটকেন্দ্রে ১৩ হাজার ১’শ চৌষট্টি জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
নির্বাচনে ৯ টি ওয়ার্ডের সাধারন সদস্য পদে ৬০ জন, সংরক্ষিত মহিলা তিনটি ওয়ার্ডের জন্য ২৪ জন নারী প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এদিকে মেয়র পদে সরকার দলীয় প্রার্থী হিসেবে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করছেন ওয়াহেদুজ্জামান সূজা। তিনি বোদা উপজেলা আওয়ামীলীগের সভাপতি। অন্যদিকে ধানের শীষ প্রতীক নিয়ে বোদা উপজেলা বিএপির সাংগঠনিক সম্পাদক হকিকুল ইসলাম বিশ দলীয় প্রার্থী হিসেবে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।বিএনপির সাধারণ সম্পাদক আখতার হোসেন হাসান বিদ্রোহী প্রার্থী হয়ে স্বতন্ত্রভাবে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
উল্লেখ্য, ২০০১ সালে পঞ্চগড়ের বোদা কে পৌরসভা ঘোষণা করে সরকার । সীমান্ত জটিলতার কারণে এই পৌরসভায় এতদিন নির্বাচন অনুষ্ঠিত হয়নি।