জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে গ্রীষ্মকালীন ও ঈদুল ফিতরের দীর্ঘ ৩৩ দিনের ছুটি ঘোষণা করছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
শনিবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা ও ভিসি দপ্তরের উপ-পরিচালক এস.এম হাফিজুর রহমান জানান, গ্রীষ্মকালীন অবকাশ, শবে কদর, জুমাতুল বিদা ও ঈদুল ফিতর উপলক্ষে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস ও পরীক্ষাসমূহ আগামী ২৭ মে থেকে ২৮ জুন পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে। আগামী ২৯ জুন থেকে বিশ্ববিদ্যালয়ের ক্লাস ও পরীক্ষা যথারীতি চালু হবে। তবে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম ১৪ জুন থেকে ২৪ জুন পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে।
দীর্ঘ ছুটির ফলে বিশ্ববিদ্যালয়ের হলগুলো ও আশপাশের মেসে থাকা শিক্ষার্থীরা ক্যাম্পাস ছেড়ে নিজ নিজ গন্তব্যে চলে যাচ্ছেন।