1. rajubdnews@gmail.com : 24jibonnews : admin
বুধবার, ৩০ জুলাই ২০২৫, ০৪:২৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ:
রুশ উপকূলে ৮.৭ মাত্রার ভূমিকম্পের পর যুক্তরাষ্ট্র-রাশিয়া-জাপানে সুনামি সতর্কতা সিলেটে স্কুলছাত্র সুমেল হত্যা: ৮ আসামির মৃত্যুদণ্ড, ৭ জনের যাবজ্জীবন তাবলিগের দুই পক্ষের বিবাদ মেটাতে কমিটি হচ্ছে: ধর্ম উপদেষ্টা নির্বাচন কমিশনে হিসাব জমা দিলো জাপা, বেড়েছে আয় ও ব্যয় জুলাই শহীদদের জন্য আবাসন: সমন্বয় করে প্রকল্প এগিয়ে নেবে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় হ্যান্ডেল করতে না পারলে অস্ত্র আনলেন কেন: বাবরকে নাসীরুদ্দীন পাটওয়ারীর প্রশ্ন ইসরায়েলি পর্যটকের কান ছিঁড়ে ফেললেন এক সিরীয় চিত্রনায়ক জসীমের ছেলে সংগীতশিল্পী রাতুল মারা গেছেন ‘জুলাই বিপ্লব শুধু অতীত নয়, এটি চলমান সংগ্রাম’ বিশ্বের যেকোনো স্থানে চাঁদ দেখা সাপেক্ষে আরবী মাস গণনার দাবি

আওয়ামী দোসর অথরাইজড অফিসার আল মামুন এর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : বুধবার, ১৬ জুলাই, ২০২৫

স্টাফ রিপোর্টার: ঢাকার গোপীবাগ, আর কে মিশন রোড, মানিকনগর, সায়েদাবাদ, যাত্রাবাড়ি, গোলাপবাগ এলাকায় রাজউকের ৬/১ নম্বর জোনে কর্মরত অথরাইজড অফিসার আল-মামুন টাকার বিনিময়ে নিয়ম বহির্ভূত বহুতল ভবন নির্মাণে সহযোগিতা করে আসছে। অত্র এলাকায় নিয়ম বহির্ভূত ভবনগুলোতে নোটিশ, মিটার খুলে নেওয়া, মোবাইল কোর্ট বসিয়ে নিত্যদিন চলছে ঘুষ বাণিজ্য।

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)-এর বেশিরভাগ কর্মকর্তা দুর্নীতির অভিযোগে অভিযুক্ত হয়েও রয়েছে বহাল তবিয়তে। কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে দুদকে চার্জশিট দিলেও তাদের তেমন একটা বেগ পেতে হয়নি। শাস্তিমূলক বদলি তো দূরের কথা, এই চক্রের টিকিট পর্যন্ত স্পর্শ করতে পারেননি কেউ।

হাউজিং কোম্পানি ও ডেভেলপারদের স্বেচ্ছাচারিতায় গড়ে উঠছে একের পর এক ইমারত বিধিমালা লঙ্ঘনকারী বহুতল ভবন। অভিযোগ উঠেছে রাজউকের অথরাইজড অফিসার মামুন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের নীরব সহযোগিতা ও আর্থিক লেনদেনের কারণেই এসব অনিয়ম চলছে দিনের আলোয়। অথরাইজড অফিসার আল মামুনের অধীনে ৬/১ জোনে চলছে টাকার বিনিময়ে অনিয়ম ও দুর্নীতি।

নাম প্রকাশে অনিচ্ছুক কিছু স্থানীয় বাসিন্দা বলেন, ভবন নির্মাণের সময় অথরাইজড অফিসার মামুন ও সাইট পরিদর্শকদের বিভিন্ন অজুহাতে আমাদের ঘুষ দিতেই হয়।

সরেজমিনে গিয়ে জানা যায়, অথরাইজড অফিসার আল-মামুন যখন ৫ নম্বর জোনের দায়িত্বে ছিলেন, তখন মোহাম্মদপুরের বাবর রোড, নুরজাহান রোড, রাজিয়া সুলতানা রোড, সাত মসজিদ হাউজিংসহ বিভিন্ন এলাকায় কোনো সাইটেই নেই রাজউকের অনুমোদিত ডিজাইন, সাইনবোর্ড বা নকশা। অথচ আইনি বাধ্যবাধকতা অনুযায়ী এসব তথ্য সাইটে দৃশ্যমান রাখা বাধ্যতামূলক।

অনেক জায়গায় দখলকৃত খাল ও খাস জমি ভরাট করে ভবন নির্মাণ চলছে নির্ভয়ে। ডেভেলপারদের অবাধ দৌরাত্ম্য: বিইএমসি ডেভেলপারস, হামদান বিল্ডার্স ও সিমেক্স ডেভেলপারসের একাধিক ভবন রাজউকের নিষেধাজ্ঞা সত্ত্বেও নির্মিত হচ্ছে আগের কাঠামোতেই। উদাহরণস্বরূপ, বাবর রোডে একটি ১০ তলা ভবন ও নুরজাহান রোডে বিইএমসি-এর একটি ৬ ও ১০ তলা ভবন নকশা ডেভিয়েশনে নির্মিত হয়েছে। যদিও রাজউক নোটিশ দিয়ে উচ্ছেদ অভিযান চালায়, পরে তা থেমে যায় অজ্ঞাত কারণে।

অবৈধ দখল ও রাজনৈতিক প্রভাব: সাত মসজিদ হাউজিংয়ের ২ নম্বর রোডে স্থানীয় এক আওয়ামী লীগ নেতা সরকারি খালের ওপর ৬ তলা ভবন নির্মাণ করেছেন বলে অভিযোগ রয়েছে। অন্যদিকে, সাবেক ডিবি প্রধান হারুনের আত্মীয় পরিচয়দানকারী এক প্রভাবশালী ব্যক্তি নবীনগর হাউজিংয়ের ১১ নম্বর রোডে দেড় কাঠা জমিতে নির্মাণ করেছেন ৭ তলা ভবন।

এই বিষয়ে জানতে চাইলে রাজউক জোন ৬/১–এর অথরাইজড অফিসার মামুন বলেন, “বেড়িবাঁধের বাইরের হাউজিংগুলোতে আমাদের কার্যক্রম এখনো পূর্ণমাত্রায় শুরু হয়নি, ফলে এসব অনিয়মে কাজ করতে কিছু অসুবিধা হচ্ছে। আমরা মাঝে মাঝে ইমারত পরিদর্শকদের দায়িত্ব দিই।”

উর্ধ্বতন কর্তৃপক্ষের প্রতিক্রিয়া: এ বিষয়ে রাজউক জোন ৬/১–এর পরিচালক হামিদুল ইসলাম বলেন, “এমন কোনো লিখিত অভিযোগ এখনো পাইনি। তবে বিষয়টি তদন্ত করে দেখব এবং অভিযোগ প্রমাণিত হলে উপযুক্ত শাস্তির ব্যবস্থা নেব।”

জনমনে প্রশ্ন: স্থানীয়রা বলছেন, রাজউকের কর্মকর্তাদের নীরব ভূমিকা ও মাসোহারার বদলে চোখ বন্ধ করে থাকা ভবিষ্যতে এই জনবসতিপূর্ণ এলাকায় বড় ধরনের বিপর্যয়ের ঝুঁকি তৈরি করছে। অপরিকল্পিত নির্মাণের কারণে দুর্ঘটনা, জলাবদ্ধতা এবং নাগরিক দুর্ভোগ বাড়ছে।

জানা যায়, আওয়ামী লীগের আমলেও দাপটের সঙ্গে দুর্নীতি করেছেন এই দুর্নীতিবাজ কর্মকর্তা আল মামুন। আওয়ামী লীগ সরকারের পতনের পরেও রয়ে গেছে তার দাপট। নড়াইল জেলার কালিয়া উপজেলার বড়নাল গ্রামের আওয়ামী পরিবারের সন্তান এই মামুন। নড়াইল-১ আসনের সাবেক সংসদ সদস্য কবিরুল হক মুক্তির ডান হাত বলে খ্যাত এই মামুন। হাসিনা সরকার পালিয়ে যাওয়ার পর বল পাল্টে রাতারাতি বিএনপি বলে পরিচয় দেওয়ার চেষ্টা করছে এই জনদুর্ভোগ সৃষ্টিকারী কর্মকর্তা মামুন।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © জীবন নিউজ ২৪ ডট কম
Theme Customized BY LatestNews