1. rajubdnews@gmail.com : 24jibonnews : admin
শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০৫:২৯ অপরাহ্ন

আগামীকাল রুয়েটে শুরু হচ্ছে আন্তর্জাতিক সম্মেলন

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫

অনলাইন ডেস্ক: রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) আগামীকাল শুরু হচ্ছে ‘সিভিল ইঞ্জিনিয়ারিং রিসার্চ অ্যান্ড ইনোভেশন্স’ শীর্ষক আন্তর্জাতিক কনফারেন্স (আইসিসিইআই)-২০২৫।

রুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং (সিই) বিভাগ আয়োজিত তিন দিনব্যাপী এ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠান আগামীকাল শুক্রবার সকাল ৯ টায় বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন, রুয়েটের উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক। বিশেষ অতিথি থাকবেন সিভিল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন অধ্যাপক ড. মো. কামরুজ্জামান, জাপানের ইয়োকোহামা ন্যাশনাল ইউনিভার্সিটি’র সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. তাকায়ুকি সুজুকি, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক প্রকৌশলী মো. আফজাল হোসেন।

আরও থাকবেন সড়ক ও জনপথ অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী এ এস এম ইলিয়াস শাহ। কনফারেন্সে সভাপতিত্ব করবেন সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড এস এম জহুরুল ইসলাম। শুভেচ্ছা বক্তব্য রাখবেন আয়োজক কমিটির সেক্রেটারি ও সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. রবিউল আওয়াল।

কনফারেন্সের আয়োজকদের দেয়া তথ্যমতে, সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের ১১টি মৌলিক বিষয়ের উপরে আয়োজিত এই কনফারেন্সে কানাডা, অস্ট্রেলিয়া, জাপান, চীন ও থাইল্যান্ডসহ দেশ ও বিদেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মোট ৪৭৫ জন একাডেমিশিয়ান ও গবেষকরা অংশ নেবেন।

এই বারের কনফারেন্সে জন্য সর্বমোট মোট ১ হাজার ১৯৬টি পেপার জমা পড়ে। যার মধ্যে গৃহীত হয় ৪৮৬টি পেপার। গৃহীত পেপারের মধ্যে ৪৭৫টি টেকনিক্যাল পেপার এবং ১১টি কি-নোট পেপার রয়েছে। কনফারেন্সে সর্বমোট ৫৪টি টেকনিক্যাল সেশন ও ৪টি কি-নোট সেশন অনুষ্ঠিত হবে।

এদিকে, তিন দিনব্যাপী আয়োজিত এই আন্তর্জাতিক কনফারেন্সের সমাপনী অনুষ্ঠান আগামী ১৩ ডিসেম্বর শনিবার সন্ধ্যায় রুয়েটের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে। সমাপনী অনুষ্ঠানে কনফারেন্সে উপস্থাপিত পেপারের মধ্য থেকে বেস্ট পেপার অ্যাওয়ার্ড প্রদান করা হবে।

১৪ ডিসেম্বর রোববার আয়োজক কমিটির পক্ষ থেকে কনফারেন্সের শেষ দিনে কনফারেন্স ট্যুরের আয়োজন করা হয়েছে। উক্ত কনফারেন্স ট্যুরে রাজশাহী অঞ্চলের উল্লেখযোগ্য সিভিল অবকাঠামো, কাঠামোগত প্রকৌশল স্থান পরিদর্শনের সুযোগ পাবেন অংশগ্রহণকারীরা।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড
Theme Customized BY LatestNews