1. rajubdnews@gmail.com : 24jibonnews : admin
শনিবার, ২২ নভেম্বর ২০২৫, ১১:০৩ অপরাহ্ন

আজ মাঠে গড়াচ্ছে বাংলাদেশ-আয়ারল্যান্ডের মধ্যকার দ্বিতীয় টেস্ট

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫

অনলাইন ডেস্ক:      আজ বুধবার ঢাকার মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মাঠে গড়াচ্ছে ডাচ বাংলা ব্যাংক বাংলাদেশ এবং আয়ারল্যান্ডের মধ্যকার দুই ম্যাচের টেস্ট সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচ। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় এবং মাদ্রাসার শিক্ষার্থী এবং শিক্ষকদের জন্য এই ম্যাচ বিনামূল্যে দেখার ব্যবস্থা করেছে বিসিবি।

স্টেডিয়ামের ৫ নম্বর গেইট দিয়ে স্টুডেন্ট আইডি কার্ড অথবা টিচার্স আইডি কার্ড দেখিয়ে প্রবেশ করতে পারবেন শিক্ষার্থী অথবা শিক্ষরা। শহীদ মুশতাক স্ট্যান্ডের উপরের গ্যালারিতে বসে খেলা উপভোগ করতে পারবেন শিক্ষার্থী-শিক্ষকরা। কাটতে হবে না কোনো টিকিট।

ম্যাচের পাঁচ দিনই বিনামূল্যে খেলা দেখার সুযোগ পাচ্ছেন শিক্ষক, শিক্ষার্থীরা। এছাড়া স্টেডিয়ামের সাধারণ নিয়মাবলী প্রযোজ্য হবে শিক্ষক, শিক্ষার্থীদের ক্ষেত্রেও। বাইরের খাবার, ব্যাগ, পানির বোতল অথবা নিষিদ্ধ কোনো বস্তু নিয়ে স্টেডিয়ামে প্রবেশ করতে পারবেন না দর্শকরা।

ডাচ বাংলা ব্যাংক বাংলাদেশ এবং আয়ারল্যান্ডের মধ্যকার দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচে সিলেটে ইনিংস এবং ৪৭ রানের বড় ব্যবধানে জয় পেয়েছিল বাংলাদেশ। ঢাকায় মাঠে গড়াচ্ছে সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচ। সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে বাংলাদেশ।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড
Theme Customized BY LatestNews