1. rajubdnews@gmail.com : 24jibonnews : admin
সোমবার, ২৪ নভেম্বর ২০২৫, ০৪:৩৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ:

ইউনিভার্সাল চিলড্রেনস ডে–২০২৫ উদযাপনে দোয়া মাহফিল ও উপহার বিতরণ অনুষ্ঠিত

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিনিধি:

ইউনিভার্সাল চিলড্রেনস ডে-২০২৫ উপলক্ষে কদম রসুল দরবার প্রাঙ্গণ ও কদম শরীফ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে দিনব্যাপী ব্যতিক্রমী অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। শিশুদের সুস্বাস্থ্য, মেধার বিকাশ, মনোবিকাশ এবং আসন্ন পরীক্ষায় সাফল্যের কামনায় অনুষ্ঠিত হয় দোয়া মাহফিল, শুভেচ্ছা স্মারক উপহার বিতরণ এবং বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম।

অনুষ্ঠানটি ছিল মোট ১১টি ধাপে সাজানো। এর মধ্যে ছিল পরিচিতি পর্ব, শুভেচ্ছা বিনিময়, শিক্ষার্থীদের পরিচয় ও জীবনের লক্ষ্য প্রকাশ, অতিথিদের ভাব-বিনিময়, ভালো কাজের স্মৃতিচারণ, পরীক্ষার্থীদের জন্য দোয়া মাহফিল, স্মারক উপহার প্রদান, সেতুবন্ধন রূপরেখা প্রকাশ, কেক কাটা, আপ্যায়ন এবং গ্রুপ ছবি ধারণ।

শিক্ষার্থীরা নিজেদের পরিচয়ের পাশাপাশি ভবিষ্যৎ জীবনের লক্ষ্য তুলে ধরে। এসব বক্তব্য আয়োজক ও অতিথিদের মাঝে আশাব্যঞ্জক পরিবেশ সৃষ্টি করে। পুরো অনুষ্ঠানজুড়ে ছিল উৎসবমুখর, প্রাণবন্ত এবং সামাজিক সচেতনতার বার্তা ছড়িয়ে দেওয়ার উদ্যোগ।

শিশুদের জন্য প্রদত্ত উপহারসমূহের মধ্যে ছিল দেশাত্মবোধক ব্যাজ, ছোট পতাকা, স্টিকার, কপালে লাগানোর পতাকা, হাতের বন্ধন রাখি, মেহেদি, রকমারি খেলনা, বেলুন, বই ৫০টি এবং ২৫টি গাছ। এতে শিশুদের মাঝে আনন্দের পাশাপাশি দেশপ্রেম ও সামাজিক মূল্যবোধ জাগ্রত হয়।

আয়োজকদের ভাষ্য অনুযায়ী, শিশুদের সুরক্ষা, বিকাশ, সামাজিক মূল্যবোধ গঠন এবং মানবিক সহায়তা কার্যক্রমে সমাজকর্মীরা নিয়মিত কাজ করে আসছেন। এ কার্যক্রমের অংশ হিসেবে ছিন্নমূল শিশুদের পরিবারে পুনর্বাসন, দুঃখ লাঘব, মানসিক সহায়তা এবং জীবনগঠনের পরামর্শ দেওয়া হয়। একই সঙ্গে নারায়ণগঞ্জ এলাকায় নদী পরিষ্কার রাখা, শব্দ ও বায়ুদূষণ রোধ, সুপেয় পানি পান এবং হাত ধোয়ার অভ্যাস নিয়ে শিশুদের প্রশিক্ষণও প্রদান করা হয়েছে।

“সমন্বিত উদ্যোগ ও সম্মিলিত প্রচেষ্টায়” বিভিন্ন সামাজিক, মানবিক ও পরিবেশবাদী সংগঠনের অংশগ্রহণে কিশোর-তরুণদের সম্পৃক্ত করে দিবসটি সফলভাবে উদযাপন করা হয়েছে।

সময়: সকাল থেকে সন্ধ্যা
তারিখ: ২০ নভেম্বর ২০২৫
স্থান: কদম রসুল দরবার প্রাঙ্গণ ও কদম শরীফ সরকারি প্রাথমিক বিদ্যালয়
আয়োজনে: কদমরসূল কিশোর-তরুণ বন্ধু সংসদ
সহযাত্রী: We4Us Bangladesh
মিডিয়া পার্টনার: Jibonnews24.com
সহযোগিতায়: “সম্প্রীতি ও সৌহার্দ্য”, “আমরা সবার—সবাই আমাদের”

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড
Theme Customized BY LatestNews