
বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক: আপনি চ্যাটজিপিটি (ChatGPT) ব্যবহার করে বিভিন্ন ধরনের কনটেন্ট কিংবা বিষয়বস্তু তৈরি করতে পারেন। আপনি যত বিস্তারিত তথ্য দেবেন, চ্যাটজিপিটি তত ভালো কনটেন্ট তৈরি করবে। যদিও চ্যাটজিপিটির দেওয়া তথ্য সবসময় শতভাগ সঠিক নাও হতে পারে, তাই পাবলিশ করার আগে একবার যাচাই করে নেওয়া জরুরি। আপনি কি নির্দিষ্ট কোনো বিষয়ের ওপর কনটেন্ট তৈরি করতে চাচ্ছেন? তাহলে বিস্তারিত বললে আমি আপনাকে সাহায্য করতে পারি।
সম্প্রতি সামাজিক মাধ্যম এক্সে এক পোস্টে অল্টম্যান জানিয়েছেন, আমরা প্রাপ্তবয়স্ক ব্যবহারকারীর প্রাপ্তবয়স্ক হিসেবেই বিবেচনা করতে চাই। আগামী কয়েক সপ্তাহের মধ্যে নতুন আপডেটের মাধ্যমে ব্যবহারকারীরা চাইলে বটকে ‘আরও মানুষের মতো করে’ প্রতিক্রিয়া দিতে সক্ষম করতে পারবেন। এরপর এমন একটি ফিচার যা ব্যবহারকারীর ইরোটিকা কনটেন্ট তৈরি করার অনুমতি দেবে।
তিনি বলেন, মানসিক স্বাস্থ্য ইস্যুতে সতর্ক থাকার জন্যই আমরা চ্যাটজিপিটিকে বেশ সীমিত রেখেছিলাম। আমরা জানি, এতে অনেক ব্যবহারকারীর অভিজ্ঞতা কমে গিয়েছিল। কিন্তু নিরাপত্তা নিশ্চিত করাই তখন মূল লক্ষ্য ছিল।
অল্টম্যান বলেন, এখন আমাদের কাছে এমন প্রযুক্তি ও টুল আছে, যা মানসিক স্বাস্থ্যসংক্রান্ত ঝুঁকি কমাতে সক্ষম। তাই আমরা নিরাপদভাবে বেশ কিছু সীমাবদ্ধতা তুলে দিতে পারব।
এর আগে চলতি বছরের আগস্টে ওপেনএআই চ্যাটজিপিটির উত্তরে কঠোর নিয়ন্ত্রণ আরোপ করেছিল। কারণ ব্যবহারকারীর একাংশ চ্যাটবটের সঙ্গে ক্ষতিকর মানসিক সম্পর্ক তৈরি করছে— এমন উদ্বেগ দেখা দিয়েছিল। ওই সময় যুক্তরাষ্ট্রে ১৬ বছর বয়সি এক কিশোরের আত্মহত্যার পর তার বাবা-মা ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা করেন। অভিযোগে বলা হয়েছিল, চ্যাটজিপিটি তাকে আত্মহত্যার পদ্ধতি জানায় এবং এমনকি তার ‘সুইসাইড নোট’-এর খসড়াও লিখে দেয়।