
অনলাইন ডেস্ক: ভোক্তাপর্যায়ে আবারও বাড়ানো হলো এলপি গ্যাসের দাম। ডিসেম্বর মাসে ১২ কেজির প্রতিটি সিলিন্ডারের জন্য গ্রাহকদের এখন থেকে গুনতে হবে ১ হাজার ২৫৩ টাকা, যা আগের দাম ১ হাজার ২১৫ টাকার চেয়ে ৩৮ টাকা বেশি। মঙ্গলবার, ২ ডিসেম্বর বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি এই নতুন দর ঘোষণা করেছে। সংস্থাটি জানিয়েছে, একই দিনের সন্ধ্যা ৬টা থেকেই দাম কার্যকর হয়েছে।
নতুন এই ঘোষণার আগে সর্বশেষ এলপি গ্যাসের দাম সমন্বয় করা হয়েছিল ২ নভেম্বর। তখন দাম ২৬ টাকা কমিয়ে ১ হাজার ২১৫ টাকা নির্ধারণ করা হয়েছিল। এভাবে বছরজুড়ে কয়েক দফায় বাড়া কমার মধ্যেই বাজারে নতুন করে চাপ সৃষ্টি করল ডিসেম্বরের এই মূল্য বৃদ্ধি।
বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ জানিয়েছেন, আন্তর্জাতিক বাজারের মূল্য, আমদানি ব্যয় এবং ডলারের ওঠানামার কারণে নিয়মিত সমন্বয় করতে হচ্ছে। তিনি বলেন, “ডিসেম্বর মাসের জন্য আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রাখতে ১২ কেজি সিলিন্ডারের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।”
এলপি গ্যাসের পাশাপাশি অটোগ্যাসের দামও বাড়ানো হয়েছে। নতুন ঘোষণা অনুযায়ী, ভোক্তা পর্যায়ে প্রতি লিটার অটোগ্যাসের মূল্য নির্ধারণ করা হয়েছে ৫৭ টাকা ৩২ পয়সা, যা আগের ৫৫ টাকা ৫৮ পয়সার চেয়ে ১ টাকা ৭৪ পয়সা বেশি। এর আগে ২ নভেম্বর অটোগ্যাসের দাম ১ টাকা ১৯ পয়সা কমানো হয়েছিল।
এদিকে দেশের জ্বালানি বাজারে টানা দ্বিতীয় দিনের মতো দেখা গেল বাড়তি চাপ। ১ ডিসেম্বর থেকে লিটারপ্রতি সব ধরনের জ্বালানি তেলের দাম ২ টাকা করে বাড়িয়েছে জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়, নতুন প্রাইসিং ফর্মুলা অনুযায়ী বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে প্রতি মাসেই স্বয়ংক্রিয়ভাবে সমন্বয় করতে হচ্ছে জ্বালানি তেলের দাম। ডিসেম্বরের জন্য যে নতুন দাম নির্ধারণ করা হয়েছে, তা তুলনামূলক সাশ্রয়ী সরবরাহ নিশ্চিত করবে বলে জানিয়েছে মন্ত্রণালয়।
এই দুই দিনের ধারাবাহিক ঘোষণায় ভোক্তারা নতুন করে ব্যয় বৃদ্ধির চাপ অনুভব করতে শুরু করেছেন। বিশেষ করে রান্নাবান্না, পরিবহন ও দৈনন্দিন খরচে এর প্রভাব পড়বে বলেই মনে করছেন অনেকে। বাজার বিশ্লেষকেরা বলছেন, আন্তর্জাতিক বাজারের ওপর নির্ভরতা কমানো না গেলে এই ধরনের ওঠানামা ভবিষ্যতেও অব্যাহত থাকতে পারে।