নাটোর: নাটোরের উত্তরা গণভবনের ভেতরে মরা ও ঝড়ে পড়া গাছ কাটার বিষয়ে তদন্ত শুরু
করেছে রাজশাহী গণপুর্ত বিভাগ। মঙ্গলবার সকালে রাজশাহী গণপূর্ত বিভাগের
তত্ত্বাবধায়ক প্রকৌশলী জিল্লুর রহমান এই তদন্ত শুরু করেন। তদন্ত করে এক
কার্যদিবসের মধ্যেই অর্থাৎ আজকেই প্রধান প্রকৌশলীর কাছে তাঁর তদন্ত
প্রতিবেদন দাখিল করার কথা রয়েছে। প্রাথমিক তদন্তে তিনি অনিয়মের ও
দুর্নীতির প্রমাণ পেয়েছেন বলে জানা গেছে।
অপরদিকে, গণভবন ব্যবস্থা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। দায়ীদের বিরুদ্ধে
মামলা করাসহ ১০ টি সিদ্ধান্ত নেওয়া হয়।