1. rajubdnews@gmail.com : 24jibonnews : admin
বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫, ০৩:৪৮ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ:

গণভোট ছাড়া নির্বাচনের বৈধতা আসবে না: গোলাম পরওয়ার

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫

অনলাইন ডেস্ক:    নির্বাচনের আগে গণভোটের মাধ্যমে পাঁচ দফা গণদাবির আইনি ভিত্তি প্রতিষ্ঠা করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেছেন, গণভোট ছাড়া জাতীয় নির্বাচনের বৈধতা নিশ্চিত করা সম্ভব নয়।

মঙ্গলবার (১১ নভেম্বর) বিকেলে রাজধানীর পল্টন মোড়ে আটটি ইসলামী দলের যৌথ উদ্যোগে আয়োজিত এক মহাসমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। গোলাম পরওয়ার বলেন, সাংবিধানিক সংস্কারসমূহের আইনি ভিত্তি কেবল গণভোটের মাধ্যমেই সম্ভব। অন্যথায় আসন্ন জাতীয় নির্বাচন প্রশ্নবিদ্ধ হয়ে পড়বে।

তিনি জানান, সরকার গঠিত জাতীয় ঐকমত্য কমিশন প্রায় নয় মাস ধরে সাংবিধানিক, রাজনৈতিক, প্রশাসনিক ও বিচার বিভাগীয় সংস্কারের বিষয়ে একমত হয়েছে। এর মধ্যে রয়েছে— দলের প্রধান ও সরকারের প্রধান এক না থাকা, সাংবিধানিক পদগুলোয় পৃথক নিয়োগ কর্তৃপক্ষ গঠন, এবং কক্ষবিশিষ্ট পার্লামেন্ট গঠনসহ নানা সংস্কার। তবে এসব সংস্কারের আইনি ভিত্তি দিতে হলে গণভোট আয়োজন জরুরি।

গোলাম পরওয়ার অভিযোগ করেন, নির্বাচনের আগে যখন সংস্কার নিয়ে ঐকমত্য তৈরি হয়েছে, তখনই একটি মহল ষড়যন্ত্র শুরু করেছে। তিনি বলেন, “আগামী ১৩ নভেম্বর লকডাউনের নামে নতুন নাশকতার পরিকল্পনা চলছে। এই ষড়যন্ত্রের পেছনে দিল্লির ভূমিকা রয়েছে।”

স্বরাষ্ট্র উপদেষ্টাকে উদ্দেশ করে তিনি আরও বলেন, “আমরা খবর পাচ্ছি ঢাকার বিভিন্ন হোটেলে সন্ত্রাসীরা অবস্থান নিয়েছে। অবিলম্বে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করুন। ফ্যাসিস্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।”

তিনি দাবি করেন, অবিলম্বে জুলাই জাতীয় সনদের আইনি ভিত্তি দিতে গণভোটের আয়োজন করতে হবে এবং এরপর ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করা উচিত।

মানবতাবিরোধী অপরাধীদের বিচারের বিষয়েও তিনি অবস্থান জানান। বলেন, “আমাদের পাঁচ দফার একটি দাবি ছিল মানবতাবিরোধী অপরাধীদের বিচার। ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়া এগিয়ে যাচ্ছে, এটি আমরা স্বাগত জানাই। তবে নভেম্বরে কয়েকজন অপরাধীর রায় ঘোষণার সম্ভাবনা তৈরি হওয়ায় ফ্যাসিস্টরা আবারও নাশকতার চেষ্টা করছে।”

পল্টনের এই মহাসমাবেশে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মো. রেজাউল করিম (পীরসাহেব চরমোনাই)। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী বাংলাদেশের আমির ডা. শফিকুর রহমান।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড
Theme Customized BY LatestNews