1. rajubdnews@gmail.com : 24jibonnews : admin
শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫, ০৪:০৮ অপরাহ্ন

গ্রিসের উপকূলে উদ্ধার প্রায় ৪০০ অভিবাসনপ্রত্যাশী

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫

আন্তর্জাতিক ডেস্ক: গ্রিসের দক্ষিণাঞ্চলীয় ক্রিট দ্বীপের উপকূলে পৃথক দুটি অভিযান চালিয়ে প্রায় ৪০০ অভিবাসন প্রত্যাশীকে উদ্ধার করেছে দেশটির কোস্টগার্ড।

শুক্রবার গ্রিসের সংবাদ সংস্থা এএনএ এ তথ্য জানিয়েছে।

সংস্থাটি জানায়, ক্রিটের কাছে ছোট দ্বীপ গাভদোস থেকে প্রায় ৩৫ নটিক্যাল মাইল দূরে পরিচালিত এক অভিযানে একটি মাছ ধরার নৌযান থেকে ৩৬৫ জনকে উদ্ধার করা হয়।

এ অভিযানে গ্রিক কোস্টগার্ডের একটি জাহাজ, একটি ডেনিশ মালবাহী জাহাজ ও একটি হেলিকপ্টার অংশ নেয় বলে জানিয়েছে এএনএ।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

এর আগে, একই এলাকার গাভদোস থেকে প্রায় ২৫ নটিক্যাল মাইল দূরে ইউরোপীয় সীমান্ত সংস্থা ফ্রন্টেক্সের একটি নৌকায় প্রায় ৩০ জনকে স্থানান্তর করা হয়।

পরে তাদের ক্রিটে নিয়ে যাওয়া হয়।

এছাড়া বৃহস্পতিবার ক্রিটের ঠিক দক্ষিণে একটি রাবারের ডিঙ্গি নৌকা থেকে আরও ৩৯ জনকে উদ্ধার করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, তুরস্ক থেকে গ্রিস ও লিবিয়া হয়ে গ্রিসগামী সমুদ্রপথগুলো ইউরোপে প্রবেশের চেষ্টা করা অনিবন্ধিত অভিবাসীদের জন্য অত্যন্ত ব্যবহৃত রুট।

তবে এ সব পথে প্রায়ই দুর্ঘটনা ঘটে।

চলতি মাসে একটি নৌকা ডুবে যাওয়ার পর ১৭ জনের লাশ উদ্ধার করা হয়। এদের বেশিরভাগই মিসর ও সুদানের নাগরিক। একই ঘটনায় আরও ১৫ জন নিখোঁজ রয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড
Theme Customized BY LatestNews