স্টাফ রিপোর্টার : গাইবান্ধার সাঘাটা থানায় ঢুকে রাইফেল ছিনিয়ে নেয়ার চেষ্টায় অভিযুক্ত যুবকের মরদেহ পাশের পুকুর থেকে উদ্ধার করা হয়েছে। শুক্রবার (২৫ জুলাই) সকালে পুকুরের কচুরিপানার নিচ থেকে মরদেহটি উদ্ধার করে ফায়ার সার্ভিস।
নিহত ব্যক্তির পরিচয় এখনও জানা যায়নি। পরিচয় শনাক্তের চেষ্টা করছে পুলিশ।
সাঘাটা থানার এসআই মশিউর রহমান জানান, স্থানীয় একটি বিরোধ মীমাংসার জন্য গতকাল বৃহস্পতিবার রাতে দুইপক্ষ থানায় আসে। এ সময় হঠাৎ এক যুবক কনস্টেবল সেরাজুল ইসলামের কাছ থেকে রাইফেল ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। বিষয়টি দেখে বাঁধা দিতে গেলে এসআই মহসিন আলীকে ছুরিকাঘাত করে যুবকটি। পরে পুলিশ ধাওয়া দিলে থানার পাশে পুকুরে ঝাপ দেয় সে। রাতে কচুরিপানা ভর্তি পুকুরে অনেকে খোঁজাখুজি করেও তার সন্ধান মেলেনি। আজ পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, অজ্ঞাত পরিচয় ব্যক্তিটি বৃহস্পতিবার দুপুর থেকেই থানায় ঘোরাঘুরি করছিল। তাকে মানসিকভাবে অস্থির মনে হচ্ছিল বলেও জানান তিনি।