খেলাধুলা ডেস্ক: গত ২৫ জুলাই শেষ হয়েছে জিম্বাবুয়ের সাবেক অধিনায়ক ব্রেন্ডন টেইলরের আইসিসির দুর্নীতিবিরোধী আইন লঙ্ঘনের দায়ে পাওয়া নিষেধাজ্ঞা। তাই ক্রিকেটে ফিরতে আর কোনো বাধা নেই তার।
আগামী ৭ আগস্ট বুলাওয়েতে সফরকারী নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট খেলতে নামবে জিম্বাবুয়ে। এই ম্যাচ উপলক্ষে দেশটির ক্রিকেট বোর্ডের ঘোষিত ১৬ সদস্যের স্কোয়াডে রয়েছেন টেইলর।
বুধবার (৩০ জুলাই) জিম্বাবুয়ে ক্রিকেটের অফিসিয়াল ফেসবুকে জানানো হয় এ তথ্য।
২০২১ সালের সেপ্টেম্বরে হুট করেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দেন টেইলর। এর চার মাস পরই আসে তার নিষেধাজ্ঞার খবর। টেস্টে ৩৬.২৫ গড়ে তার রান দুই হাজার ৩২০, জিম্বাবুয়ের হয়ে যা চতুর্থ সর্বোচ্চ। এই সংস্করণে তার ছয় সেঞ্চুরির পাঁচটিই বাংলাদেশের বিপক্ষে।
জিম্বাবুয়ের অধিনায়ক ক্রেইগ আরভিনও টেইলরের ফেরা নিয়ে উচ্ছ্বসিত। নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টের আগেই তিনি বলেন, ‘গত আট-দশ মাসে ও নিজের মতো করে যেভাবে কঠোর পরিশ্রম করেছে, সেটা দেখেছি। দলে ওকে আবার পেয়ে আমি খুব খুশি। ওর অভিজ্ঞতা দলের জন্য বড় শক্তি হতে পারে।’
উল্লেখ্য, ২০১৫ ওয়ানডে বিশ্বকাপের পর জাতীয় দল থেকে সরে গিয়েছিলেন টেইলর। ইংলিশ ঘরোয়া ক্রিকেট দল নটিংহ্যামশায়ারের হয়ে তিন বছরের কোলপ্যাক চুক্তি করেছিলেন তিনি। পরে ২০১৭ সালে আবারও ফেরেন জাতীয় দলে।