মোঃ খসরু মৃধা, গাজীপুর প্রতিনিধি ।
গাজীপুর মহানগর মেট্রোপলিটন (পুলিস জিএমপি) আজ রোববার প্রধান মন্ত্রী শেখ হাসিনার ভিডিও কনফারেন্সের মাধ্যমে শুভ উদ্বোধনের কিছুক্ষনের মধ্যেই পূবাইল মেট্রোপলিটন থানার যাত্রার শুভ উদ্বোধন ঘোষনা করলেন সাবেক পূবাইল ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি আলী হোসেন মাস্টার, এ সময় নবনিযুক্ত পূবাইল থানা অফিসার্স ইনচার্জ নাজমুল হক ভুঁইয়াকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন পূবাইল থানার নবনিযুক্ত কাউন্সিলর আলহাজ্ব আজিজুর রহমান শিরিষ, শাহিনুল আলম মৃধা, মোঃ মোমেন মিয়া, আবদুস ছালাম ও মহিলা কাউন্সিলর জোসনা বেগম। সাবেক কাউন্সিলরদের মধ্যে সুলতান উদ্দিন আহম্মেদ, বজলুর রহমান বাছির ও হোসনেরা সিদ্দিকি জুলি । তাছাড়া বিভিন্ন সরকারি বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীবৃন্দ সহ সর্বস্তরের জনগণ।শুভেচ্ছা বক্তবে বক্তারা বলেন-শেখ হাসিনার উন্নয়নের ফসল ভবিষ্যৎ প্রজন্ম উপভোগ করতে পারবেনা যদি সমাজ, পাড়া মহল্লা কে মাদকমুক্ত করা না যায়। মাদককে না বলতে হবে, মাদক সমাজের সবচেয়ে বড় সমস্যা হিসেবে চিহ্নিত করে জিরো টলারেন্স নীতিতে ব্যবস্থা নিতে ওসিকে তারা পরামর্শ দেন। বক্তারা আরও বলেন- আপনি ওসি সাহেব ইতিহাসের পাতায় শেখ হাসিনার পাশাপাশি পূবাইল মেট্রোপলিটান থানার প্রথম অফিসার্স ইনচার্জ হিসেবে নাম লিখালেন। আর আমরাও ইতিহাসের সাক্ষী হিসেবে উপস্থিতির খাতায় নাম লিখালাম।নিরাপদ সড়ক ও ট্রাফিক ব্যবস্থার অবনতির অভিযোগের ভিত্তিতে জরুরি পদক্ষেপের কথাও বলেন তারা।পূবাইল থানা ইনচার্জ নাজমুল হক বলেন-পুলিসই জনতা, জনতাই পুলিস। আপনাদের সহযোগিতা থাকলে আগামী তিন মাসের মধ্যে পূবাইলকে মাদকমুক্ত করা হবে । উল্লেখ্য গাজীপুর সিটির ৮টি থানার মধ্যে পূবাইল থানা সিটির ৩৯,৪০,৪১ও ৪২ নং ওয়ার্ড নিয়ে সীমানা নির্ধারন করা হয়েছে। এ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- গাজীপুর মহানগর আওয়ামীলীগের শ্রম বিষয়ক স¤পাদক অধ্যক্ষ এম জাহিদ আল মামুন, যুবলীগ নেতা আমজাদ হোসেম মোল্লা, মহর আলী মেম্বার, প্রমূখ ।