1. rajubdnews@gmail.com : 24jibonnews : admin
মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫, ০৫:১৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ:
নতুন বাংলাদেশ গঠনে কাজ করছে সরকার: প্রধান উপদেষ্টা মহানবী (সা.) ও মুসা (আ.)-কে নিয়ে ব্যঙ্গচিত্র আঁকায় চারজন কার্টুনিস্ট আটক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যশোরের আহ্বায়ক রাশেদ খান পদত্যাগ করেছেন ঝিনাইদহের শৈলকূপায় ট্রাক চাপায় এক ব্যক্তি নিহত গোলাম রাব্বানীর দ্বিতীয় চলচ্চিত্র ‘আনটাং’ অফিসিয়ালি নির্বাচিত হচ্ছে ওয়াটারলু ফিল্ম ফেস্টিভ্যালে প্রধান উপদেষ্টার সঙ্গে টেলিফোনালাপ মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর ’কাঁটা লাগা’ গার্ল খ্যাত শেফালি জরিওয়ালা হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান ভয়াবহ দাবানলে পুড়ছে তুরস্কের পশ্চিমাঞ্চলীয় ইজমির প্রদেশ ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের হামলায় আরও ৭২ ফিলিস্তিনি নিহত পিআরকে ইস্যু করে দেশের মানুষের গণতন্ত্রের আকাঙ্ক্ষায় দ্বন্দ্ব সৃষ্টিকারী বাংলাদেশের আদর্শে বিশ্বাসী না

প্রথম ওয়ানডেতে দুপুরে প্রোটিয়াদের বিরুদ্ধে মুখোমুখি হচ্ছেন বাংলাদেশ

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : রবিবার, ১৫ অক্টোবর, ২০১৭
Bangladesh’s Shakib Al Hasan, second left, celebrates with teammates the dismissal of Zimbabwe’s Craig Ervine during their first one day international cricket match in Dhaka, Bangladesh, Saturday, Nov. 7, 2015. (AP Photo/A.M. Ahad)

ঢাকা: তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে রবিবার প্রোটিয়াদের বিপক্ষে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। রবিবার দুপুর ২টায়
কিম্বার্লিতে এ খেলা শুরু হবে। তবে গোড়ালির ইনজুরির কারণে প্রথম ওয়ানডে থেকে ছিটকে পড়েছেন পেসার মুস্তাফিজুর রহমান।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দেশের মাটিতে সর্বশেষ ওয়ানডে সিরিজে মোস্তাফিজুর রহমানের দুর্দান্ত বোলিং এবং সৌম্য সরকারের দারুণ ব্যাটিংয়েই বাংলাদেশ ২-১-এ সিরিজ জিতেছিল।

ওই সিরিজের তিন ম্যাচে সৌম্যর রান ছিল ২৭, ৮৮* ও ৯০। মোস্তাফিজ পেয়েছিলেন তিন ম্যাচে পাঁচ উইকেট।

অথচ দক্ষিণ আফ্রিকা সফরে এখনও ভালো কিছু করতে পারেননি সৌম্য, মোস্তাফিজ ও সাব্বির রহমানরা।

তবে তরুণদের ওপর আস্থা হারাচ্ছেন না অধিনায়ক মাশরাফি মুর্তজা। কিম্বার্লিতে আজ তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে প্রোটিয়াদের বিপক্ষে আক্রমণাত্মক ক্রিকেট খেলবে বাংলাদেশ।

ওয়ানডেতে সর্বশেষ সিরিজগুলোতে আক্রমণাত্মক ক্রিকেট খেলেই সফল হয়েছে বাংলাদেশ। এবার এবি ডি ভিলিয়ার্সদের দেশে গিয়েও সেই আগ্রাসী মানসিকতা দেখাতে চান মাশরাফিরা।

ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘দক্ষিণ আফ্রিকার সঙ্গে রক্ষণাত্মক ক্রিকেটের প্রশ্নই আসে না। ওদের হারানোর জন্য নিজেদের দিনের অপেক্ষায় থাকব এমনটা ভাবলে আমরা সুযোগই পাব না। এ থেকে বেরিয়ে আসার জন্য প্রথম বল থেকেই আক্রমণাত্মক ক্রিকেট খেলতে হবে। এ কন্ডিশনে খেলা উপমহাদেশের দল হিসেবে আমাদের জন্য খুবই কঠিন। কিন্তু এখান থেকে বেরোতে পারি একমাত্র আক্রমণাত্মক খেলে।’

টেস্ট সিরিজে ভালো খেলতে না পারার কারণে সৌম্য-মোস্তাফিজদের নিয়ে অনেক সমালোচনা হচ্ছে। কিন্তু মাশরাফি তাদের ওপর কোনো চাপ না দিয়ে আস্থা রাখতে চান।

তিনি বলেন, ‘আমি তরুণদের ওপর চাপ দিতে চাই না। অনেক নেতিবাচক কথা হবে, সেটাই স্বাভাবিক। একজন খেলোয়াড় হিসেবে সব মেনে নিয়েই এগোতে হবে। ভালো-খারাপ দুই ধরনের সময়ই যাবে। তরুণদের এটা শেখা খুবই গুরুত্বপূর্ণ।’

তিনি বলেন, ‘তারা দু-তিন বছর ধরে আন্তর্জাতিক ক্রিকেট খেলছে। দেশের বাইরে কোনো কিছুই আমাদের নিয়ন্ত্রণে থাকবে না। অবশ্যই চাই মানসিকভাবে তরুণরা শক্ত হোক।’

গত কয়েক বছরে দেশের বাইরে দলের সাফল্যে সিনিয়র ক্রিকেটারদের অবদানই বেশি। এবার সিনিয়রদের সঙ্গে তরুণদেরও জ্বলে ওঠার অপেক্ষায় মাশরাফি।

দক্ষিণ আফ্রিকার কন্ডিশনে সংক্ষিপ্ত ফরম্যাটের ক্রিকেটে ব্যাটসম্যানদের জন্য সুবিধা থাকে। উইকেটগুলো ৩৫০-৪০০ রানের হয়। এবারও উইকেটে অনেক রান থাকবে। দ্রুত রান তুলতে না পারলে এখানে জয় পাওয়া কঠিন হয়ে যাবে।

প্রস্তুতি ম্যাচেও দক্ষিণ আফ্রিকা আমন্ত্রিত একাদশের বিপক্ষে ছয় উইকেটে হেরেছে বাংলাদেশ। এর মধ্যে তামিম ইকবাল আজ খেলতে পারবেন কিনা তা এখনও নিশ্চিত নয়। বড় স্কোর গড়তে টপ-অর্ডার ব্যাটসম্যানদের বড় ভূমিকা নিতে হবে বলেও মনে করছে টিম ম্যানেজমেন্ট।

তবে দেশের সেরা ব্যাটসম্যান তামিম খেলতে পারলে সেটা বাংলাদেশের জন্য বড় স্বস্তি হয়ে আসবে। তামিমের জন্য শেষ পর্যন্ত আশায় থাকবে বাংলাদেশ।

মাশরাফি বলেন, ‘আমরা ইতিবাচক, আশা করছি তামিম ফিট হয়ে ফিরবে।’

প্রথম ওয়ানডে থেকে ছিটকে পড়লেন মুস্তাফিজ
গোড়ালির ইনজুরির কারণে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ওয়ানডে থেকে ছিটকে পড়েছেন পেসার মুস্তাফিজুর রহমান। শনিবার অনুশীলনের সময় চোট পান তিনি। আজ রবিবার কিম্বার্লিতে তাই প্রথম ওয়ানডেতে মাঠে দেখা যাবে না। বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বিষয়টি নিশ্চিত করেছেন।

পুরো সিরিজ থেকেও ছিটকে পড়তে পারেন মুস্তাফিজ। এ বিষয়ে মিনহাজুল আবেদীন নান্নু বলেন, ‘আমরা এখনো বলতে পারছি না, যে তাকে পুরো সিরিজে বিশ্রামে থাকতে হবে কি না। কেপটাউনে যাওয়ার পর এ বিষয়ে জানা যাবে। কারণ এখনো তার স্ক্যান করানো হয়নি।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © জীবন নিউজ ২৪ ডট কম
Theme Customized BY LatestNews