বিএনপি নেতারাই তাদের নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি চান না বলে দাবি করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ।
মঙ্গলবার বিএনপি নেত্রীকে দেয়া জামিন আবেদনের বিরুদ্ধে দুদক এবং রাষ্ট্রপক্ষের আপিল শুনানির দিন মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনায় অংশ নিয়ে হাছান এ কথা বলেন। ‘কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৭৫তম জন্মজয়ন্তী’ উপলক্ষে এই আলোচনায় কথা বলছিলেন তিনি।
ক্ষমতাসীন দলের নেতা বলেন, ‘বিএনপি নেতারা চান না বেগম খালেদা জিয়া মুক্তি পাক। বিএনপির যে নেতারা মনে করেন বেগম খালেদা জিয়া জেলে থাকলে তাদের ভোট বাড়ে, তারা নিশ্চয় বেগম জিয়া জেল থেকে মুক্তি পেয়ে বেরিয়ে আসুক তা চাই না।’
‘সুতরাং তাদের এই আদালতে যে জামিন প্রার্থনা এগুলো বিএনপির পক্ষ থেকে নাটক মঞ্চায়ন ছাড়া অন্য কোন কিছু নয়। তারা বেগম খালেদা জিয়ার মুক্তির ব্যাপারে মোটেও আন্তরিক নয়।’
‘বেগম খালেদা জিয়াকে ভিন্ন কৌশলে আন্দোলন করে বের করব’- বিএনপি নেতাদের সাম্প্রতিক এমন বক্তব্যের সমালোচনা করে হাছান মাহমুদ বলেন, তাহলে ভিন্ন কৌশলটা কী?’
‘কৌশল দুটি হতে পারে একটি হচ্ছে ২০১৩,১৪,১৫ সালে আমরা যে কৌশল দেখেছি মানুষের উপর পেট্টল বোমা নিক্ষেপ করার সেই কৌশল। আর অপরটি হচ্ছে ষড়যন্ত্র।’
‘গাজীপুর সিটি নির্বাচনের মতো দেশে সাধারণ নির্বাচনও স্থগিত হয়ে যেতে পারে’ ড. কামাল হোসেনের এমন মন্তব্যেরও সমালোচনা করেন হাছান। বলেন, ‘তার মানে দেশে সাধারণ নির্বাচন হোক গনতন্ত্রের যাত্রা অব্যাহত থাকুক সেটি তারা চায় না। ১/১১ কুশিলব হচ্ছে ড. কামাল হোসেনরা। তারাই দেশে নির্বাচন স্থগিত করেছিলেন।’
‘এই ড. কামাল হোসেন তত্বাবধায়ক সরকারের মেয়াদ তিন মাস যতদিন ইচ্ছা কতদিন থাকতে পারবে সেই আইনি ফতুয়া দিয়েছিলেন। সুতরাং তারা যে ভেতরে ভেতরে ষড়যন্ত্র করছে সেটি গতকাল মুখ ফসকে বেরিয়ে এসছে।’
‘গাজীপুর নির্বাচন স্থগিত হওয়ায় আমরা নিজেরা হতাশ। কারণ আমরা এই নির্বাচনে জয়লাভের বিষয়ে শতভাগ আশাবাদী ছিলাম। এবং এই নির্বাচন স্থগিত পিছনে কাদের ষড়যন্ত্র মওদুদ আহমেদের এই মামলার পক্ষে গত এপ্রিল মাসে লড়ার মধ্যদিয়ে সেটি পরিষ্কার।’
আয়োজক সংগঠনের উপদেষ্টা চিত্তরঞ্জন দাশের সভাপতিত্বে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক সারাহ বেগম কবরী, আওয়ামী লীগ নেতা বলরাম পোদ্দার, সংগঠনের সাধারণ সম্পাদক অরুন সরকার রানাসহ প্রমুখ এ সময় বক্তব্য রাখেন।