মঙ্গলবার ইকোনমিক ফোরামে প্রটেকশনিজমের মতো গুরুত্বপূর্ণ অর্থনৈতিক বিষয় নিয়ে বক্তব্য পেশ করেন মোদি। খবর টাইমস অব ইন্ডিয়ার। প্রটেকশনিজম একটি অর্থনৈতিক পরিভাষা।
কোনো একটি দেশ তার নিজের দেশের ব্যবসা-বাণিজ্য বাড়াতে বা বিদেশি ব্যবসার প্রতিযোগিতা থেকে নিজের দেশের অভ্যন্তরীণ ব্যবসাকে রক্ষার জন্য একতরফাভাবে নেয়া পদক্ষেপকে প্রটেকশনিজম বলা হয়ে থাকে।
মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেয়ার পর থেকে বাণিজ্য ক্ষেত্রে শুধু যুক্তরাষ্ট্রের স্বার্থের জন্য বহু পদক্ষেপ নিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ‘আমেরিকা প্রথম’ নীতির আড়ালে এসব পদক্ষেপ নেয়া অব্যাহত রেখেছেন তিনি।
এ প্রটেকশনিজমের বিরুদ্ধে আগে থেকেই সরব বিশ্বের দ্বিতীয় অর্থনীতির দেশ চীন। ট্রাম্পের ‘আমেরিকা ফার্স্ট’ নীতির নাম উল্লেখ না করে প্রটেকশনিজম প্রসঙ্গে ইকোনমিক ফোরামের মঞ্চে মোদি মার্কিন বাণিজ্য নীতির সমালোচনা করেন।
জিনপিং বলেন, সারা বিশ্বের বাণিজ্যের উন্নতির স্বার্থে মোদির এ ডাকে সাড়া দিয়ে এগিয়ে আসবে চীন। ভারতের সঙ্গে হাত মিলিয়ে একযোগে কাজ করতে চায় বেইজিং।