1. rajubdnews@gmail.com : 24jibonnews : admin
শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫, ১১:১৪ পূর্বাহ্ন

মহাসড়কে জলজটে যানজট

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : শনিবার, ২১ অক্টোবর, ২০১৭

জীবন নিউজ, গাজীপুর: দুই দিনের প্রবল বর্ষণে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। এদিকে টানা বৃষ্টিতে গাজীপুরের বিভিন্ন রাস্তাঘাট পানিতে তলিয়ে গেছে। বৃষ্টির পানি রাস্তা ছাপিয়ে অনেকের বাসা বাড়িতে উঠে গেছে।

গত বৃহস্পতিবার রাত থেকে তীব্র যানজটের কারণে চান্দনা চৌরাস্তা হতে টঙ্গী পর্যন্ত ১২ কিলোমিটার সড়কে স্থবিরতা নেমে এসেছে। জানা গেছে, বৃষ্টির কারণে এ সড়কের চান্দনা চৌরাস্তা, ভোগড়া, বাইপাস মোড়, বাসন সড়ক, তারগাছ, কুনিয়া, সাইনবোর্ড এলাকায় রাস্তা পানিতে তলিয়ে রয়েছে। এই ১২ কিলোমিটার পথ ১২ ঘন্টায়ও যেতে পারছেন না যাত্রীরা।

গাজীপুরের ট্রাফিক পুলিশ জানায়, বৃষ্টির কারণে রাস্তায় জলাবদ্ধতা এবং রাস্তার বিভিন্ন স্থানে গর্ত সৃষ্টি হওয়ায় ভারী যানবাহন আটকে গিয়ে যানজটের সৃষ্টি হচ্ছে।

এ ছাড়াও বি আরটি রোডের কাজ চলায় বিভিন্ন স্থানে মহাসড়কে যানবাহন এক লেনে চলাচল করতে বাধ্য হচ্ছে। এর ফলে এই সড়কে তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে।

এদিকে বৃষ্টির কারণে সাধারণ মানুষের জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। সকালে যারা বাসা থেকে বের হয়ে কর্মস্থলে গেছেন তাদের দুর্ভোগের সীমা ছিল না।

রাস্তায় হাঁটু পানি ভেঙে অনেককে গন্তব্যে যেতে হয়েছে। সবচেয়ে বেশ বিপাকে পড়েছে স্কুল কলেজগামী শিক্ষার্থীরা।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড
Theme Customized BY LatestNews