1. rajubdnews@gmail.com : 24jibonnews : admin
  2. wordpresupport@www.jibonnews24.com : admlnlx :
মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫, ০৬:৫৫ পূর্বাহ্ন

রাসুল (সা.) যাদের রমজান মাসে সতর্ক করেছেন

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : রবিবার, ১৬ মার্চ, ২০২৫

অনলাইন ডেস্ক : রমজান মাস আমল-ইবাদত ও ক্ষমা প্রার্থনার মাস। এ মাসে মহান আল্লাহ অসংখ্য বান্দাকে ক্ষমা করেন। হাদিসে শরিফে যারা এ মাস পেয়ে ক্ষমা অর্জনে ব্যর্থ হয়েছে তাদের সতর্ক করা হয়েছে।
মালিক বিন হাসান (রহ.) তাঁর পিতামহ থেকে বর্ণনা করেছেন, একদা রাসুল (সা.) মিম্বারে আরোহন করেন। প্রথম ধাপ অতিক্রম করে তিনি আমিন বলেন। এরপর দ্বিতীয় ধাপ অতিক্রম করেও আমিন বলেন। এরপর তিনি তৃতীয় ধাপ অতিক্রম করে আমিন বলেন। অতঃপর বলেন, ‘আমার কাছে জিবরাইল (আ.) এসে বলেছে, হে মুহাম্মদ, যে ব্যক্তি রমজান মাস পেয়েও তার গুনাহ মাফ হয়নি আল্লাহ তাকে ধ্বংস করুন। আমি বললাম, আমিন। যে ব্যক্তি মা-বাবা বা তাদের কাউকে পাওয়ার পরও জাহান্নামে গেল আল্লাহ তাকে ধ্বংস করুন। আমি বললাম, আমিন। যে ব্যক্তির কাছে আপনার নাম উল্লেখ করা হলো এরপরও সে আপনার ওপর দরুদ পাঠ করেনি আল্লাহ তাকে ধ্বংস করুন। এরপর তিনি (জিবরাইল) বলেন, আপনি আমিন বলুন। তখন আমি বললাম আমিন।’ (তাবরানি, হাদিস : ২০২২)
অন্য হাদিসে এসেছে,
আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসুল (সা.) ইরশাদ করেছেন, ‘ওই ব্যক্তি ধ্বংস হোক যার কাছে আমার নাম উল্লেখ করা হলো কিন্তু সে আমার ওপর দরুদ পাঠ করল না। ওই ব্যক্তি ধ্বংস হোক যে রমজান মাস পেল। অতঃপর তাকে ক্ষমা করার আগেই তা অতিবাহিত হয়ে গেল।
ওই ব্যক্তি ধ্বংস হোক যে মা-বাবাকে বা তাদের কাউকে বার্ধক্যে পেয়েছে। কিন্তু তারা তাকে জান্নাতে প্রবেশ করাতে পারল না।’ (তিরমিজি, হাদিস : ৩৫৪৫)

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড
Theme Customized BY LatestNews