1. rajubdnews@gmail.com : 24jibonnews : admin
বুধবার, ১২ নভেম্বর ২০২৫, ১১:০২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ:

শিক্ষা মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচিতে পুলিশের জলকামান ও সাউন্ড গ্রেনেড, আহত বহু শিক্ষক

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : সোমবার, ১০ নভেম্বর, ২০২৫

অনলাইন ডেস্ক:     এমপিওভুক্তির দাবিতে পূর্বঘোষিত শিক্ষা মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচি পালন করতে গিয়ে পুলিশের বাধার মুখে পড়েছেন নন-এমপিও শিক্ষকেরা। রোববার (৯ নভেম্বর) বিকেলে জাতীয় প্রেস ক্লাবের সামনে পুলিশ জলকামান ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে আন্দোলনরত শিক্ষকদের ছত্রভঙ্গ করে দেয়। এতে অন্তত অর্ধশতাধিক শিক্ষক আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে, যাদের মধ্যে চারজনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আন্দোলনকারীরা জানান, তাঁরা দীর্ঘদিন ধরে বিনা বেতনে শিক্ষার্থীদের পাঠদান করছেন। বেতন-ভাতা না পেয়ে মানবেতর জীবন যাপন করতে হচ্ছে তাঁদের। তাই এক দফা দাবি হিসেবে তাঁরা সব স্বীকৃতিপ্রাপ্ত শিক্ষাপ্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করার আহ্বান জানিয়েছেন।

সম্মিলিত নন-এমপিও ঐক্য পরিষদের প্রধান সমন্বয়ক মোহাম্মদ সেলিম মিয়া বলেন, “সকাল থেকে আমরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করছিলাম। পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী শিক্ষা মন্ত্রণালয় ঘেরাও করতে গেলে কোনো উসকানি ছাড়াই পুলিশ আমাদের ওপর চড়াও হয়। লাঠিপেটা, জলকামান ও সাউন্ড গ্রেনেডের আঘাতে অন্তত অর্ধশতাধিক শিক্ষক আহত হয়েছেন।” তিনি বলেন, “এমন হামলার তীব্র নিন্দা জানাই। এমপিওভুক্তির প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত আমরা অবস্থান কর্মসূচি চালিয়ে যাব।”

পুলিশের পক্ষ থেকে ঘটনার ভিন্ন বর্ণনা এসেছে। শাহবাগ থানার পরিদর্শক (প্যাট্রল) বুলবুল আহমেদ বলেন, “নন-এমপিও শিক্ষকরা দুপুরে সচিবালয়ের সামনে ব্যারিকেড ভাঙার চেষ্টা করেন। তাঁদের নেতারা শান্তিপূর্ণ কর্মসূচির আশ্বাস দিলেও সাধারণ শিক্ষকরা পুলিশের নির্দেশ উপেক্ষা করেন। তখন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জলকামান ব্যবহার ও একটি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়।” তবে তিনি লাঠিচার্জের অভিযোগ অস্বীকার করেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্প ইনচার্জ মো. ফারুক জানান, “জাতীয় প্রেস ক্লাব এলাকা থেকে আহত চার শিক্ষককে হাসপাতালে আনা হয়েছে। তাঁদের চিকিৎসা চলছে।” আহতদের মধ্যে রয়েছেন আসাদুজ্জামান (৪৭), ইকবাল হাসান (৪০), মোস্তাকিম (৪৫) ও বাবু (৩৬)।

প্রসঙ্গত, টানা ১৮ দিন ধরে রাজধানীতে অবস্থান কর্মসূচি পালন করছেন নন-এমপিও শিক্ষকরা। তাঁদের এক দফা দাবি— সব স্বীকৃতিপ্রাপ্ত শিক্ষাপ্রতিষ্ঠানকে দ্রুত এমপিওভুক্ত করা।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড
Theme Customized BY LatestNews