1. rajubdnews@gmail.com : 24jibonnews : admin
সোমবার, ১৪ জুলাই ২০২৫, ০৭:৫৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ:
ইউক্রেনে প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পাঠানোর ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ছাত্রদলের বিক্ষোভ মিছিলে উত্তাল রাজধানী শেরপুরে মাইক্রোবাসের চাপায় ২ শিক্ষার্থী নিহত, আহত ১ সোহাগ ওরফে লাল চাঁদকে নিয়ে ভারতীয় গণমাধ্যমে মিথ্যা খবর প্রকাশ : প্রেস উইং যে কারণে নারী-কেন্দ্রিক গল্পে ঝুঁকছেন ডাকোটা জনসন ঝিনাইদহের সীমান্তে বিএসএফের গুলিতে নিহতের মরদেহ ফিরে পেয়েছে পরিবার দ্বিতীয় টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ জোরপূর্বক ক্ষমতা দখলের রাজনীতি আর সহ্য করা হবে না : নাহিদ ইসলাম যুক্তরাষ্ট্রে মারাত্মক মাদক ফেন্টানিল প্রবাহের জন্য চীন দায়ী ! জ্যেষ্ঠতার ভিত্তিতে প্রধান বিচারপতি নিয়োগ, একমত সকল রাজনৈতিক দল

শেরপুরে মাইক্রোবাসের চাপায় ২ শিক্ষার্থী নিহত, আহত ১

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : সোমবার, ১৪ জুলাই, ২০২৫

শেরপুর প্রতিনিধি : জেলার ঝিনাইগাতী উপজেলায় দ্রুতগতির একটি মাইক্রোবাস চাপায় দুই মাদরাসা ছাত্র নিহত হয়েছে। গতকাল রোববার সন্ধ্যা ৭ টায় উপজেলার নলকুড়া ইউনিয়নের রাংটিয়া এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো, বড় রাংটিয়া গ্রামের গোলাপ হোসেনের ছেলে মো. সাকিবুল ইসলাম (৯) ও মো. জহুরুল মিয়ার ছেলে মো. জাকারিয়া হোসেন (১০)।

এ ঘটনায় একই গ্রামের মো. সাইব আলীর ছেলে মো. আমিন মিয়া (৯) গুরুতর আহত হয়েছে। হতাহতরা সবাই রাংটিয়া মারকাযুত ত্বাকওয়া মাদরাসার হেফজ বিভাগের ছাত্র।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সন্ধ্যা ৭ টার দিকে মাদরাসা থেকে  হেঁটে বাড়ি যাচ্ছিল সাকিবুল, জাকারিয়া ও আমিন। পথিমধ্যে উপজেলার রাংটিয়া এলাকায় পৌঁছলে বরযাত্রী বোঝাই একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে ওই তিন মাদরাসা ছাত্রকে চাপা দেয়।

পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তিনজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে উন্নত চিকিৎসার জন্য তাদেও জেলা সদর হাসপাতালে পাঠায়। জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সাকিবুল ও জাকারিয়াকে মৃত ঘোষণা করেন।

জেলা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত মেডিকেল অফিসার ডা. আনিকা আফরিন প্রমা জানান, দুইজন শিশু হাসপাতালে আনার আগেই মারা গেছে। আরেকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ ব্যাপারে ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল-আমীন বলেন, ঘাতক মাইক্রোবাসটি আটক করা হয়েছে, চালক পলাতক। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © জীবন নিউজ ২৪ ডট কম
Theme Customized BY LatestNews