1. rajubdnews@gmail.com : 24jibonnews : admin
বুধবার, ২৬ নভেম্বর ২০২৫, ১০:০২ পূর্বাহ্ন

সংবাদকর্মীদের স্বাধীন থাকতে হবে, রাজনৈতিক দলের পকেটে ঢুকে গেলে সমস্যা: মির্জা ফখরুল

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫

অনলাইন ডেস্ক:     রাজনৈতিক প্রভাবমুক্ত থেকে জনগণের প্রতি দায়বদ্ধ সাংবাদিকতা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, গত পনের বছর অনেক সাংবাদিক স্বেচ্ছায় ফ্যাসিবাদকে সমর্থন করেছেন। এই অবস্থার পরিবর্তন না হলে স্বাধীন গণমাধ্যমের পথ কঠিন হয়ে যায়। সোমবার (২৪ নভেম্বর) রাজধানীর শেরে বাংলা নগরের বাংলাদেশ চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার বিজেসি আয়োজিত মতবিনিময় সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন।

সভায় বক্তব্যে মির্জা ফখরুল বলেন, সাংবাদিকদের স্বাধীনতা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে, সাংবাদিকদের বিভিন্ন সংগঠনের মধ্যেই দলীয় বিভাজন তৈরি হয়েছে। তিনি বলেন, রাজনৈতিক দলগুলো সাংবাদিকদের পকেটে নিতে চায় না, বরং অনেক ক্ষেত্রে সাংবাদিকরাই দলীয় ঘেরাটোপে ঢুকে পড়েন, যা গণমাধ্যমের স্বাধীনতার জন্য বিপজ্জনক।

এ সময় ফখরুল মনে করিয়ে দেন, স্বাধীন গণমাধ্যম প্রতিষ্ঠার বিষয়ে বিএনপি আগেই অঙ্গীকার করেছে। তিনি বলেন, বিএনপির ঘোষিত ৩১ দফায় স্পষ্টভাবে বলা হয়েছে, ক্ষমতায় গেলে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা হবে এবং সে লক্ষ্যে গণমাধ্যম সংস্কার কমিশন গঠনের কথা উল্লেখ আছে। কমিশন ইতোমধ্যে গঠিত হলেও তার প্রতিবেদন নিয়ে কোনো আলোচনার উদ্যোগ হয়নি বলে তিনি মন্তব্য করেন।

বিএনপি মহাসচিব বলেন, ১৯৭৫ সালে বাকশাল প্রতিষ্ঠার সময় দেশের প্রায় সব পত্রিকা বন্ধ করে দেওয়া হয়েছিল, মাত্র চারটি পত্রিকা সরকারি নিয়ন্ত্রণে চলত। পরে জিয়াউর রহমান ক্ষমতায় এসে মুক্ত সংবাদপত্রের সুযোগ তৈরি করেন। তার দাবি, পরবর্তী সময়ে বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়ে যখনই কাজ করেছে, তখনই গণমাধ্যমকে আধুনিক ও সবল করার উদ্যোগ নিয়েছে। দেশের টেলিভিশন শিল্পের বিকাশও তারই ধারাবাহিক অংশ বলে তিনি উল্লেখ করেন।

সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, স্বাধীন সাংবাদিকতার জায়গা ধরে রাখতে হলে নিজেকেই রাজনৈতিক প্রভাব থেকে দূরে রাখতে হবে। তার ভাষায়, সাংবাদিকদের দায়িত্ব হলো জনগণের তথ্য জানা ও জানানো। তাই তাদের নিজেদের অঙ্গীকার থাকতে হবে, দলীয় বিভাজনের বাইরে থেকে কাজ করতে হবে।

বিজেসির এই অনুষ্ঠানে বিএনপি ছাড়াও জামায়াতে ইসলামী বাংলাদেশ, জাতীয় নাগরিক কমিটি এনসিপি, এবি পার্টি, গণসংহতি আন্দোলন, সিপিবি, গণঅধিকার পরিষদসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা অংশ নেন। গণমাধ্যম সংস্কার কমিশনের সুপারিশ, সম্প্রচারমাধ্যমের জন্য আলাদা আইন, স্বাধীন সম্প্রচার কমিশন, পে চ্যানেল নীতিমালা, কর্মীদের প্রতিনিধিত্বসহ আট দফা প্রস্তাব তুলে ধরা হয় সভায়।

বিজেসি জানায়, কমিশনের তৈরি প্রতিবেদন ও সাংবাদিকদের প্রস্তাবগুলো এখনো অনিশ্চয়তার মধ্যে রয়েছে, তাই রাজনৈতিক দলগুলো নির্বাচনী ইশতেহারে এসব প্রস্তাবকে গুরুত্ব দেবে বলে তারা আশা করে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় ও আন্তর্জাতিক গণমাধ্যম উন্নয়ন সংস্থার প্রতিনিধিরাও।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড
Theme Customized BY LatestNews