
স্পেনের নতুন কোচ হিসেবে লুইস এনরিককে নিয়োগ দিয়েছে স্প্যানিশ ফুটবল অ্যাসোসিয়েশন। এনরিক স্পেনের ৫৪তম কোচ।
দেশটির ফুটবল সংস্থার সভাপতি স্পেনের নিয়মিত কোচ জুলেন লুপেতেগুইকে বরখাস্ত করেন। তার পরিবর্তে বিশ্বকাপে স্পেন দলের কোচের দায়িত্ব পালন করেন ফার্নান্দো হিয়েরো। তার তত্ত্বাবধানে গ্রুপপর্ব পার হতে পারলেও শেষ ষোলোতেই থেমে যায় স্পেনের বিশ্বকাপ মিশন। বিশ্বকাপ শেষে দেশে ফিরে হিয়েরো স্পেনের ভারপ্রাপ্ত কোচের পদ থেকে সরে দাঁড়ান।
এরপর স্পেনের ফুটবল সংস্থার সভাপতি রুবিয়ালেস বার্সেলোনার প্রাক্তন কোচ লুইস এনরিককে কোচ হিসেবে নিয়োগ দেন। এনরিক স্পেনের হয়ে ৬২ ম্যাচ খেলেছেন। তিনিই হলেন স্পেনের ৫৪তম কোচ।