
অনলাইন ডেস্ক: তীব্র গরমে হজের আনুষ্ঠানিকতা পালনের সময় হাজিদের শরীরের তাপমাত্রা সহনীয় পর্যায়ে রাখতে বিশেষ এক ইহরাম বা বিশেষায়িত পোশাক নিয়ে এসেছে সৌদি আরব। প্যাটেন্ট করা অত্যাধুনিক কুলিং প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে এই ইহরাম। ২০২৫ সালের জুন মাস থেকে সৌদি এয়ারলাইন্সের যাত্রীরা এটি ব্যবহার করতে পারবেন।
বিশ্বের প্রথম এই কুলিং ইহরাম ত্বকের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমাতে সক্ষম। এতে রয়েছে ইউপিএফ ৫০+ রোদ সুরক্ষা এবং দ্রুত শুকানোর (র্যাপিড-ড্রাই) প্রযুক্তি। সৌদি আরবের জাতীয় পতাকাবাহী বিমান সংস্থাটি হজ ও ওমরাহ পালনকারীদের জন্য ‘দ্য কুলেস্ট ইহরাম’ নামে এই বৈপ্লবিক প্রযুক্তিনির্ভর পোশাক উন্মোচন করেছে।
ব্র্যান্ডিং প্রতিষ্ঠান ‘ল্যান্ডর’ এবং কুলিং ফেব্রিক বিশেষজ্ঞ প্রতিষ্ঠান ‘বিআরআর’-এর যৌথ উদ্যোগে তৈরি এই উদ্ভাবনী পোশাকটি ইসলামি তীর্থযাত্রার পোশাকে প্রথম বড় কোনো প্রযুক্তিগত অগ্রগতি হিসেবে বিবেচিত হচ্ছে। প্রযুক্তি ও কার্যকারিতা বিশেষজ্ঞরা জানান, এই ইহরামে প্যাটেন্ট করা বিশেষ কুলিং মিনারেল, অ্যাক্টিভ উইকিং এবং দ্রুত শুকানোর প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। এটি এমন একটি ব্যক্তিগত শীতল অনুভূতি তৈরি করে, যা পরিবেশভেদে ব্যবহারকারীর ত্বকের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমিয়ে আনতে পারে। নারী ও পুরুষ, উভয় হজযাত্রীর জন্য ইহরামের শরিয়াহসম্মত সকল নিয়ম মেনেই এটি তৈরি করা হয়েছে।
পাশাপাশি এতে রয়েছে ইউপিএফ ৫০+ সূর্যরশ্মি সুরক্ষা ব্যবস্থা, যা তীব্র রোদ থেকে হাজিদের ত্বককে রক্ষা করবে। আগামী বছরের জুন মাসে সৌদি এয়ারলাইন্সের যাত্রীদের জন্য এই ইহরাম সহজলভ্য হবে। এর বিতরণ সংক্রান্ত বিস্তারিত পরিকল্পনা শীঘ্রই ঘোষণা করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।