1. rajubdnews@gmail.com : 24jibonnews : admin
শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫, ০৩:০৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ:
এনসিপি নেত্রী জান্নাত আরা রুমীর মৃত্যুর নেপথ্যে কারণ কী? নেপালকে হারিয়ে সেমির পথে বাংলাদেশ চিকিৎসা নিতে পারছেন খালেদা জিয়া, শারীরিক অবস্থা আগের মতোই স্থিতিশীল জেআইসি সেলে গুম ও নির্যাতন, শেখ হাসিনা ও ১২ সেনা কর্মকর্তার বিচার শুরুর আদেশ শীতকালে শসা খাওয়ার ক্ষেত্রে সতর্ক থাকা প্রয়োজন আন্তর্জাতিক বাজারে লাফিয়ে বাড়ছে স্বর্ণের দাম, সব রেকর্ড ভাঙল রূপা ইরানকে কঠোর হুঁশিয়ারি ইসরাইলের জুলাই আন্দোলন দমনের অভিযোগ ওবায়দুল কাদেরসহ সাতজনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ এলাকা ভিত্তিক বন্যপ্রাণীর তালিকা প্রণয়ন করবে সরকার ডিসেম্বরের প্রথম ১৬ দিনে প্রবাসী আয় ১৮২ কোটি ৬০ লাখ ডলার

হাবিপ্রবিতে বিজয় দিবস উপলক্ষে ভলিবল টুর্নামেন্টের চূড়ান্ত খেলা অনুষ্ঠিত

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫

শিক্ষা ডেস্ক: জেলায় হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) এ তারুণ্যের উৎসব মহান বিজয় দিবস উপলক্ষে আন্তঃঅনুষদীয় ভলিবল প্রতিযোগিতা চুড়ান্ত খেলা অনুষ্ঠিত হয়েছে।

হাবিপ্রবি জনসংযোগ বিভাগের পরিচালক মো. খাদেমুল ইসলাম আজ বুধবার দুপুর আড়াই টায় এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেন।তিনি বলেন,আজ দুপুর সাড়ে ১২ টায় হাবিপ্রবি  এর ক্যাম্পাসে আয়োজিত এই প্রতিযোগিতার চুড়ান্ত খেলায় সমাজ বিজ্ঞান অনুষদকে পরাজিত করে বিজ্ঞান অনুষদ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।

প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. এনামউল্যা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. শফিকুল ইসলাম সিকদার এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর কবির। অনুষ্ঠানে বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক, কর্মকর্তা ও বিপুল সংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

টুর্নামেন্ট জুড়ে বিজ্ঞান অনুষদের ভলিবল দল ধারাবাহিক সাফল্যের মাধ্যমে ফাইনালে উঠে। ফাইনাল ম্যাচে দলটির খেলোয়াড়দের সমন্বিত আক্রমণ, দৃঢ় রক্ষণ ভাগ ও কৌশলী খেলায় দর্শকরা মুগ্ধ হন। উত্তেজনাপূর্ণ এই ম্যাচে সমাজ বিজ্ঞান অনুষদকে হারিয়ে শিরোপা নিশ্চিত করে বিজ্ঞান অনুষদ।

বিজয়ী দলের অধিনায়ক নোবেল অনুভূতি প্রকাশ করে বলেন, ‘ভলিবল টিমের ক্যাপ্টেন হিসেবে দায়িত্বটা সহজ ছিল না। অসংখ্য অনুশীলন, ঘাম আর ধৈর্যের পর আজ সেই পরিশ্রম সার্থক—আমরা চ্যাম্পিয়ন। এই জয় আমার একার নয়, পুরো দলের।’

অনুষ্ঠানে প্রধান অতিথি হাবিপ্রবি’র ভিসি তার বক্তব্যে মহান বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরে বলেন, ক্রীড়া চর্চা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি নেতৃত্ব, শৃঙ্খলা ও দলগত চেতনা গড়ে তোলে।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে প্রতিযোগিতার আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে। বিজয়ী ও রানার্স-আপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও পদক তুলে দেন ভিসিসহ অন্যান্য অতিথিরা।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড
Theme Customized BY LatestNews