নিউজ ডেস্ক: ময়মনসিংহে ৬ দফা দাবিতে ক্লাস-পরীক্ষা বর্জন করে বিক্ষোভ করেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ৮ মে সকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেয় কৃষি অনুষদের শিক্ষার্থীরা।
এ সময় বিক্ষোভকারী শিক্ষার্থীরা ডিএই, বিএডিসিসহ অন্যান্য গবেষণা প্রতিষ্ঠানে ১০ম গ্রেড কৃষিবিদদের জন্য উন্মুক্ত করা এবং ৯ম ও অন্যান্য গ্রেডে পদসংখ্যা বৃদ্ধি করাসহ ৬ দফা দাবি জানান। তারা বলেন, কৃষিবিদদের প্রতি বৈষম্য করা হচ্ছে। দাবিগুলো না মানলে দেশের সকল কৃষি বিশ্ববিদ্যালয়ে ব্লকেড কর্মসূচি দেয়ার ঘোষণা দেয়া হবে।
এদিকে, শিক্ষার্থীদের দাবির সাথে একাত্মতা প্রকাশ করে কৃষি সচিবের সাথে আলোচনার আশ্বাস দিয়েছেন বিশ্ববাদ্যালয়ের উপাচার্য ড. এ কে ফজল হক ভূঁইয়া।