1. rajubdnews@gmail.com : 24jibonnews : admin
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ:
ডিএসইতে সূচক বৃদ্ধি, ৩৯৫ কোম্পানির ৩৬৯ কোটি টাকার শেয়ার লেনদেন ঝুঁকিপূর্ণ আবহাওয়ার কারনে বুন্দেসলিগার ম্যাচ স্থগিত উত্তর কোরিয়ায় ড্রোন অনুপ্রবেশ : আইনি পদক্ষেপের অঙ্গীকার দক্ষিণ কোরিয়ার নির্বাচন ১২ ফেব্রুয়ারিতেই হবে: মার্কিন কূটনীতিকদের প্রধান উপদেষ্টা শিপিং কর্পোরেশনকে লাভজনক প্রতিষ্ঠান হিসেবে ধরে রাখতে হবে : প্রধান উপদেষ্টা ইইউ নির্বাচন পর্যবেক্ষণ মিশনে যোগ দেবেন ফিনল্যান্ডের পর্যবেক্ষকরা: রাষ্ট্রদূত জিমেইলে যুক্ত হলো গুগলের নতুন এআই-ভিত্তিক ফিচার ‘হেল্প মি রাইট’ জকসু ও হল সংসদের প্রথম সভা অনুষ্ঠিত দেশের প্রথম সরকারি ফ্রিল্যান্সার আইডি ম্যানেজমেন্ট সফটওয়্যার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন শেখ হাসিনাসহ ১১৩ জনকে অব্যাহতির সুপারিশ, ব্যাখ্যা দিয়েছে পিবিআই

জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে বসেছে রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিরা

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : শনিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৫

নিউজ ডেস্ক: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে বসেছে রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিরা। কমিশন গঠনের পর এটিই অনুষ্ঠিত প্রথম বৈঠক।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে বিকেল ৩টা থেকে শুরু হওয়া এই বৈঠক চলবে সাড়ে ৫টা পর্যন্ত। বৈঠকে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বক্তব্য রাখবেন বলে জানা গেছে।

এরইমধ্যে বৈঠকে যোগ দিয়েছে বিএনপি, জামায়াতে ইসলামী, বাসদ, ইসলামী আন্দোলন, ১২ দলীয় জোট, গণফোরাম, বিজেপি, এবি পার্টি, গণঅধিকার পরিষদ, আম জনতা পার্টি ও লেবার পার্টিসহ বিভিন্ন দল। এই বৈঠকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ও জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসিররুদ্দীন পাটওয়ারির নেতৃত্বেও প্রতিনিধি দল রয়েছে।

বৈঠকে যোগ দেয়ার আগে গণমাধ্যমের সাথে কথা বলেন বিভিন্ন দলের নেতারা। ইসলামী আন্দোলনের নেতারা জানিয়েছেন, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকারের ভোট চান তারা। তবে, এতে আপত্তি জানিয়েছেন বিজেপির সভাপতি আন্দালিব পার্থ ও ১২ দলীয় জোট।

এছাড়া বিএনপি নেতা হাফিজ উদ্দিন আহমদ জানয়েছেন, যেসব সংস্কার নিয়ে ঐক্যমত হবে তা বাস্তবায়ন করে জাতীয় নির্বাচন দিতে হবে। কোন তত্ত্বাবধায়ক সরকারের আমলে স্হানীয় নির্বাচন করার উদাহরণ নেই এমনটাও জানান তিনি। সংস্কার ইস্যুতে ঐক্যমতের ভিত্তিতে সরকারকে সহযোগিতা করবে বলেও জানায় জামায়াতে ইসলামী।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, নির্বাচনের তারিখ নির্ভর করছে জুলাই চার্টারের ওপর। ৬টি সংস্কার কমিশনের সুপারিশ নিয়ে ডায়ালগের সূচনা আজ। সরকার কনসেনসাস প্রক্রিয়ার কাজ শুরু করেছে। কিছু সুপারিশ এই সরকার বাস্তবায়ন করে যেতে পারবে তবে বাকিগুলো নির্বাচিত রাজনৈতিক দলকে বাস্তবায়ন করতে হবে।

প্রসঙ্গত, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বিএনপির প্রতিনিধিদলে আছেন দলের স্থায়ী কমিটির ৭ সদস্য। জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের নেতৃত্বে দলের ৫ সদস্যবিশিষ্ট প্রতিনিধি দল অংশগ্রহণ করেছেন বৈঠকে।

এর আগে, গত বৃহস্পতিবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে ৭ সদস্যের ‘জাতীয় ঐকমত্য কমিশন’ গঠন করা হয়। রাজনৈতিক, সাংবিধানিক ও নির্বাচনী সংস্কারের বিভিন্ন এজেন্ডায় ঐকমত্যে পৌঁছানোর লক্ষ্যে ছয়টি কমিশনের সুপারিশ নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করবে এই কমিশন।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড
Theme Customized BY LatestNews