1. rajubdnews@gmail.com : 24jibonnews : admin
মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ০৪:৫৭ পূর্বাহ্ন

সীমান্ত পার করে কোনো আগ্রাসন চালানোর চেষ্টা করলে ভারতকে চূড়ান্ত জবাব দেয়ার হুঁশিয়ারি পাকিস্তানের

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের সীমান্ত পার করে কোনো আগ্রাসন চালানোর চেষ্টা করলে ভারতকে চূড়ান্ত জবাব দেয়ার হুঁশিয়ারি দিয়েছেন আজাদ কাশ্মিরের প্রধানমন্ত্রী চৌধুরি আনোয়ারুল হক। তিনি বলেন, পাকিস্তানের সীমানা লঙ্ঘনের সাহস ভারতের নেই।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) আজাদ কাশ্মিরের আইন সভায় দেয়া এক ভাষণে তিনি এসব কথা বলেন।

সভায় ভারতের বিরুদ্ধে চাণক্যনীতি অনুসরনের অভিযোগ তোলেন চৌধুরি আনোয়ারুল। ভারতের অবস্থানকে তিনি কূটনীতির অবরণে ছুরি মারার সঙ্গে তুলনা করেন। তিনি বলেন, ভারত যেসব গল্প বলছে, তা ইতোমধ্যেই ধরা পড়ে গেছে।

আজাদ কাশ্মিরের ভেতর অস্থিতিশলতা তৈরি করতে পারে ভারত- এমন সতর্ক বার্তাও দেন আনোয়ারুল হক। তিনি বলেন, ভারত যদি এমন কোনো দুঃসাহস দেখায় তবে উপযুক্ত জবাব দেয়া হবে।

আজাদ কাশ্মিরের এই প্রধানমন্ত্রী অভিযোগ করেন, ভারত এক বছর ধরে ধারাবাহিকভাবে “পানির আগ্রাসন” চালিয়ে যাচ্ছে। তিনি বলেন, পূঁছ ও নীলম নদীর প্রবাহ ঘুরিয়ে দেওয়ার মতো কাজ শুরু করেছে ভারত। এগুলো পাকিস্তানের বিরুদ্ধে বৃহত্তর ষড়যন্ত্রের অংশ।

মোদি সরকারের সন্ত্রাসের চেহারা বিশ্ব চিনে ফেলেছে বলেও মন্তব্য করেছেন আনোয়ারুল হক। তিনি বলেন, কানাডা থেকে শুরু করে কাশ্মির পর্যন্ত, মোদির ভারত রাষ্ট্রীয় নীতির অংশ হিসেবে সন্ত্রাসকে বেছে নিয়েছে। বিশ্ব আজ তা বুঝে ফেলেছে।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © জীবন নিউজ ২৪ ডট কম
Theme Customized BY LatestNews