1. rajubdnews@gmail.com : 24jibonnews : admin
বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫, ১০:২৭ অপরাহ্ন

তুরস্কে ৬.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, ধসে পড়ল বহু ভবন

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : সোমবার, ১১ আগস্ট, ২০২৫

আন্তর্জাতিক ডেস্ক: তুরস্কের উত্তর- পশ্চিমাঞ্চলীয় বালিকেসির প্রদেশে শক্তিশালী ভূমিকম্পে একজন নিহত ও অন্তত ২৯ জন আহত হয়েছেন। রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৬ দশমিক ১। ভূমিকম্পে অন্তত ১৬টি ভবন ধসে পড়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এবং রয়টার্স জানিয়েছে, ভূমিকম্পটি আঘাত হানে রোববার (১০ আগস্ট) স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৫৩ মিনিটে। কেন্দ্রস্থল ছিল বালিকেসিরের সিন্দিরগি শহর, যা ইস্তাম্বুল পর্যন্ত অনুভূত হয়।

তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী আলি ইয়েরলিকায়া জানিয়েছেন, সিন্দিরগিতে ধ্বংসস্তূপ থেকে ৮১ বছর বয়সী এক নারীকে জীবিত উদ্ধার করা হলেও কিছুক্ষণ পর তিনি মারা যান। আহতদের মধ্যে বেশ কয়েকজনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তুরস্কের দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা (এএফএডি) জানায়, ভূমিকম্পের গভীরতা ছিল প্রায় ১১ কিলোমিটার।

প্রকাশিত ছবিতে দেখা গেছে, সিন্দিরগি শহরের বহু ভবন সম্পূর্ণ ধসে গিয়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ লিখেছেন, “আল্লাহ আমাদের দেশকে সব ধরনের দুর্যোগ থেকে রক্ষা করুন।” তিনি আরও জানিয়েছেন, উদ্ধার ও ত্রাণ কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।

স্বরাষ্ট্রমন্ত্রী আলি ইয়েরলিকায়া জানিয়েছেন, প্রাথমিক উদ্ধার অভিযান শেষ হয়েছে এবং নতুন করে কোনো গুরুতর ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে স্থানীয় বাসিন্দারা ভয় ও আতঙ্কে রাত কাটাচ্ছেন। ভূতাত্ত্বিকরা বলছেন, তুরস্ক তিনটি বড় টেকটোনিক প্লেটের সংযোগস্থলে থাকায় দেশটিতে প্রায়ই ভূমিকম্প হয়ে থাকে।

বিবিসি স্মরণ করিয়ে দিয়েছে, ২০২৩ সালের ফেব্রুয়ারিতে দক্ষিণ-পূর্ব তুরস্কে ৭ দশমিক ৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্পে দেশটিতে ৫০ হাজারের বেশি এবং পার্শ্ববর্তী সিরিয়ায় আরও পাঁচ হাজার মানুষ প্রাণ হারিয়েছিলেন। সেই ভূমিকম্পে বাস্তুচ্যুত হওয়া কয়েক লাখ মানুষ এখনও ঘরে ফিরতে পারেননি।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড
Theme Customized BY LatestNews