1. rajubdnews@gmail.com : 24jibonnews : admin
মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৫২ পূর্বাহ্ন

বিলাসবহুল ফ্ল্যাট বিক্রি করে দিলেন সোনু সুদ

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : শনিবার, ৩০ আগস্ট, ২০২৫

বিনোদন ডেস্ক: বলিউড অভিনেতা সোনু সুদ আবারও আলোচনায়। তবে এবার সিনেমার জন্য নয়, ব্যক্তিগত কারণে। সম্প্রতি মুম্বাইয়ের একটি বিলাসবহুল ফ্ল্যাট বিক্রি করে লাভ করেছেন প্রায় ৩ কোটি রূপি।

মুম্বাইয়ের অভিজাত এলাকা লোখান্ডওয়ালা মিনার্ভায় অবস্থিত ১২৪৭ বর্গফুটের ফ্ল্যাটটি ৮ কোটি ১০ লাখ রুপিতে বিক্রি করেছেন সোনু সুদ। চলতি মাসেই রেজিস্ট্রি সম্পন্ন হয়েছে।

জানা গেছে, ২০১২ সালে ৫ কোটি ১৬ লাখ রুপিতে ফ্ল্যাটটি কিনেছিলেন এই অভিনেতা। আর ১২ বছর পর বিক্রি করে তিনি পেয়েছেন প্রায় ২ কোটি ৯৪ লাখ রুপি (বাংলাদেশি মুদ্রায় ৪ কোটি টাকার বেশি) লাভ।

বর্তমানে সোনু সুদের আনুমানিক মোট সম্পদের পরিমাণ ১৩০ কোটি রুপি। সিনেমা, বিজ্ঞাপন, ব্যবসা এবং নিজস্ব প্রোডাকশন হাউস থেকে তিনি এ সম্পদ গড়েছেন। প্রতি সিনেমায় তার পারিশ্রমিক দাঁড়ায় ২–৩ কোটি রুপি। ইনস্টাগ্রামে তার ২৭.৫ মিলিয়ন অনুসারী রয়েছে, যা তার ব্র্যান্ড চুক্তিগুলোকে আরও লাভজনক করেছে।

তবুও কেন তিনি হঠাৎ এই ফ্ল্যাট বিক্রি করলেন তা স্পষ্ট নয়। যদিও এ নিয়ে মুখ খোলেননি সোনু সুদ।

অভিনয়ের পাশাপাশি মানবিক কর্মকাণ্ডের জন্যও সোনু সুদ দীর্ঘদিন ধরে আলোচনায় রয়েছেন। বিশেষ করে করোনা সংকটে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে তিনি “রিয়েল লাইফ হিরো” উপাধি পেয়েছিলেন। সম্প্রতি মহারাষ্ট্রের এক কৃষককে হালচাষের জন্য এক জোড়া ষাঁড় উপহার দিয়েও প্রশংসিত হয়েছেন তিনি।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড
Theme Customized BY LatestNews