1. rajubdnews@gmail.com : 24jibonnews : admin
মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর ২০২৫, ০১:৫১ পূর্বাহ্ন

নিরাপত্তা ঝুঁকিতে সতর্কতা জারি করলো গুগল

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫

তথ্য প্রযুক্তি ডেস্ক : বিশ্বের সবচেয়ে বড় টেক সংস্থা গুগল। বর্তমানে গুগলের রয়েছে ২.৫ বিলিয়ন ব্যবহারকারী। গুগলের এই বিশাল পরিসরে থাকা ব্যবহারকারীদের নিরাপত্তা ঝুঁকি নিয়ে সাম্প্রতিক এক গুরুতর সতর্কতা জারি করা হয়েছে। হ্যাকিংয়ের শিকার হতে যাচ্ছে গুগল। গুগলের বিপুল পরিমাণ তথ্য ফাঁস হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ডেইলি মেইলের এক প্রতিবেদনে জানানো হয়েছে, আগস্টের শুরুতে শাইনি হান্টারস নামের এক হ্যাকার গ্রুপ গুগলের সেলসফোর্স ক্লাউড প্ল্যাটফর্মে প্রবেশ করে। গুগলের এক কর্মীকে বিভ্রান্ত করে হ্যাকাররা গুগলের সাইটে ঢ়ুকে পড়ে এবং গুগলের তথ্যভাণ্ডার থেকে বিপুল পরিমাণ ব্যবসায়িক নথি, বিভিন্ন প্রতিষ্ঠানের নাম ও গ্রাহকের তথ্য চুরি করে তারা। হ্যাকাররা চুরি করা ব্যবসায়িক তথ্যগুলো ফিশিং ও সোশ্যাল ইঞ্জিনিয়ারিং হামলার জন্য ব্যবহার করছে। এসব তথ্য কাজে লাগিয়ে জি-মেইল ব্যবহারকারীদের কাছে গুগল কর্মী পরিচয়ে ভুয়া ই-মেইল পাঠানোর পাশাপাশি ফোনকল করে লগইন তথ্য বা নিরাপত্তা কোড সংগ্রহ করছে তারা। যা ব্যবহারকারীদের জন্য বিপদ সংকেত। যে কোনো মুহূর্তে তারা হ্যাকিংয়ের শিকার হতে পারেন। যদিও গুগল পরিষ্কার জানিয়েছে, যে সাধারণ গ্রাহকদের জি-মেইল, ড্রাইভ বা পাসওয়ার্ড-সংক্রান্ত কোনো ডাটা ক্ষতিগ্রস্ত হয়নি। তারপরও ব্যবহারকারীদের সতর্ক ও সচেতন থাকার পরামর্শ দিয়েছে গুগল। গুগল ২.৫ বিলিয়নেরও বেশি জি-মেইল ব্যবহারকারীকে এই পরিস্থিতি সম্পর্কে অবহিত করে বিভিন্ন নিরাপত্তা ব্যবস্থা গ্রহণে অনুরোধ করেছে। যেমন-

>> পাসওয়ার্ড পরিবর্তন করার পরামর্শ দিয়েছে গুগল। বিশেষত যারা দীর্ঘদিন পাসওয়ার্ড পরিবর্তন করেন না তাদের জন্য এটি জরুরি। এক্ষেত্রে শক্তিশালী পাসওয়ার্ড সেট করুন।

>> ব্যবহারকারীদের টু-ফ্যাক্টর অথেন্টিকেশন চালু করার পরামর্শ দিয়েছে গুগল। যাতে পাসওয়ার্ড ফাঁস হলেও অ্যাক্সেস রক্ষা করা যায়।

>> সিকিউরিটি চেকআপ চালানোর পরামর্শ দেওয়া হয়েছে। এটি আপনার জি-মেইল অ্যাকাউন্টের নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করে। অচেনা ডিভাইস, তৃতীয়-পক্ষের অ্যাপ সংযোগ, রিকভারি তথ্য ইত্যাদি চেক করতে সাহায্য করে সিকিউরিটি চেকআপ।

>> পাসকি ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে। পাসওয়ার্ডের সহজ ও সুরক্ষিত বিকল্প হল পাসকী। যা পাসওয়ার্ডের বিকল্প এবং অধিক নিরাপদ পদক্ষেপ হিসেবে কাজ করে। পাসকীর সাহায্যে আপনার গুগল অ্যাকাউন্টে সাইন-ইন করার সময় আপনি ফিঙ্গারপ্রিন্ট, ফেস স্ক্যান বা পিনের মতো ফোনের স্ক্রিন লক ব্যবহার করতে পারবেন। যা পাসওয়ার্ডের চেয়ে সুরক্ষিত।

>> এনহ্যান্সড সেভ ব্রাউজিং চালু করতে বলা হয়েছে। এটি এআই চালিত একটি উন্নত সুরক্ষা বৈশিষ্ট্য যা আপনাকে ফিশিং, ম্যালওয়্যার এবং অন্যান্য ক্ষতিকারক ওয়েবসাইট থেকে রক্ষা করে।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড
Theme Customized BY LatestNews