পীরগঞ্জ প্রতিনিধি : রংপুরের পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খাদিজা বেগম সততা, সময়নিষ্ঠা ও আপসহীন মানসিকতায় দায়িত্ব পালন করে জনআস্থা অর্জন করেছেন।
তিনি বর্তমানে একসাথে চারটি দপ্তরের দায়িত্ব সামলাচ্ছেন। প্রতিদিন শতাধিক ফাইল ও নথি নিষ্পত্তি করার পাশাপাশি নিয়মিত দায়িত্বের বাইরে বিভিন্ন সরকারি-বেসরকারি কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশ নিচ্ছেন। উপজেলার ১৫টি ইউনিয়নের উন্নয়ন ও জনদুর্ভোগ নিরসনে মাঠপর্যায়ে সরাসরি কাজ করছেন তিনি।
সম্প্রতি পীরগঞ্জ পৌরসভার শূন্য পদে ১২ জনকে নিয়োগ প্রদানের লক্ষ্যে বিজ্ঞপ্তি প্রকাশিত হলে, আবেদন যাচাই-বাছাই শেষে গত ৫ সেপ্টেম্বর (শুক্রবার) নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। নিয়োগ পরীক্ষাকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে অর্থ বাণিজ্যের অভিযোগ ছড়ালেও তা ভিত্তিহীন বলে দাবি করেছেন পৌর প্রশাসক।
তিনি স্পষ্ট করে জানিয়েছেন— “যদি এ ধরনের অনিয়মে উপজেলা প্রশাসন বা পৌর প্রশাসনের কেউ জড়িত থাকে, তবে অবশ্যই তাকে আইনের আওতায় আনা হবে।” তিনি আরও বলেন, নিয়োগ পরীক্ষা সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন হয়েছে, এজন্য সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন। উল্লেখ্য, ইউএনও খাদিজা বেগমের নেতৃত্বে ২০২৪-২৫ অর্থবছরে জন্ম ও মৃত্যু নিবন্ধনে পীরগঞ্জ উপজেলা রংপুর বিভাগে দ্বিতীয় এবং সারাদেশে পঞ্চম স্থান অর্জন করেছে। এছাড়া ২০১৭ সালের নিয়োগ বিজ্ঞপ্তির পুনঃবিজ্ঞপ্তি দিয়ে নানা প্রতিবন্ধকতা সত্ত্বেও ৩৫০ জন প্রার্থীর মধ্য থেকে লিখিত ও মৌখিক পরীক্ষার মাধ্যমে জনবল সর্বাঙ্গীন মঙ্গল কামনা করেছেন।