1. rajubdnews@gmail.com : 24jibonnews : admin
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন

এখনো হাসপাতালে চিকিৎসাধীন হাসান মাসুদ

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫

বিনোদন ডেস্ক:     বিনোদন জগতের টেলিভিশন নাটক ও সিনেমার একসময়কার পরিচিত মুখ হাসান মাসুদ একের পর এক অভিনয় করে দর্শকহৃদয়ে জায়গা করে নিয়েছেন। তবে অনেক দিন ক্যামেরা থেকে দূরে থাকার পর সম্প্রতি তিনি ধারাবাহিক নাটক ‘তেল ছাড়া পরোটা’ দিয়ে অভিনয়ে ফিরেছিলেন।  এর মধ্যেই হঠাৎ করে অসুস্থতার কারণে সেই নাটকের শুটিং তিনি করতে পারেননি। আপাতত স্থগিত রয়েছে।

হাসান মাসুদ গুরুতর অসুস্থ হয়ে গত ২৭ অক্টোবর রাতে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন। তিনি ইস্কেমিক স্ট্রোক ও মাইল্ড হার্ট অ্যাটাক করেছেন বলে জানা গেছে। দুই সপ্তাহ পেরিয়ে গেলেও তিনি এখনো পুরোপুরি সুস্থ হননি। অভিনেতার অসুস্থতায় উদ্বেগ প্রকাশ করেছেন তার ভক্ত ও সহকর্মীরা। তারা দ্রুত হাসান মাসুদের আরোগ্য কামনা করছেন।

বর্তমানে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন হাসান মাসুদ চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে রয়েছেন। তবে তার শারীরিক অবস্থা নিয়ে খানিকটা গোপনীয়তা বজায় রেখেছে পরিবার ও হাসপাতাল কর্তৃপক্ষ।  এদিকে অভিনয় শিল্পী সংঘের পক্ষ থেকে গণমাধ্যমকে জানানো হয়েছে, হাসান মাসুদ এখনো হাসপাতালেই চিকিৎসাধীন। পুরোপুরি সুস্থ হতে তার আরও বেশ কিছু দিন সময় লাগবে বলে ধারণা করা হচ্ছে।

উল্লেখ্য, অভিনেতা হাসান মাসুদ বাংলাদেশ সামরিক একাডেমি (বিএমএ) থেকে কমিশন লাভ করে বাংলাদেশ সেনাবাহিনীতে সেকেন্ড লেফটেন্যান্ট হিসেবে যোগ দেন এবং এরপর ক্যাপ্টেন পদে উন্নীত হন। পরে সামরিক চাকরি থেকে অবসরগ্রহণের পর সাংবাদিকতা পেশায় যুক্ত হন। ২০০৩ সাল থেকে তিনি অভিনয়জীবন শুরু হয়। মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত চলচ্চিত্র ‘ব্যাচেলর’-এর মাধ্যমে হাসান মাসুদ সিনেমা জগতে প্রবেশ করেন এবং প্রথম অভিনয়েই দর্শকদের পছন্দের তালিকায় চলে আসেন। এরপর তিনি অসংখ্য নাটক ও সিনেমায় অভিনয় করে জনপ্রিয়তা পান।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড
Theme Customized BY LatestNews