1. rajubdnews@gmail.com : 24jibonnews : admin
শনিবার, ২২ নভেম্বর ২০২৫, ১১:০৫ অপরাহ্ন

আগামী নির্বাচনে বাংলাদেশে নতুন ইতিহাস সৃষ্টি হবে: জামায়াত আমির

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : শনিবার, ২২ নভেম্বর, ২০২৫

অনলাইন ডেস্ক:    বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আগামী জাতীয় নির্বাচনের মাধ্যমে দেশে নতুন ইতিহাস রচিত হবে। শনিবার (২২ নভেম্বর) দুপুরে ঝালকাঠির নেছারাবাদ মাদ্রাসা ময়দানে জাতীয় প্রতিনিধি সম্মেলনে তিনি এ কথা বলেন।

ডা. শফিকুর রহমান সতর্ক করে বলেন, “বিগত দিনের মতো কেউ ভোট ইঞ্জিনিয়ারিং বা কেন্দ্র দখলের চেষ্টা করলে তার উপযুক্ত জবাব দেওয়া হবে। আমাদের লড়াই সব জুলুম, ফ্যাসিবাদ ও জাতিকে বিভক্ত করার অপচেষ্টার বিরুদ্ধে অব্যাহত থাকবে। ইসলামের পক্ষে সব শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে।” তিনি আরও বলেন, আগামী নির্বাচন হবে স্বচ্ছ ও অংশগ্রহণমূলক। জনগণের ভোটে জনপ্রতিনিধি নির্বাচিত হবে, কোনো পেশি শক্তি ব্যবহার করা হবে না। কোনো গোষ্ঠী যদি ভোট কাটার চেষ্টা করে, জনগণ তাদের প্রতিহত করবে।

সম্মেলনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম। তিনি বলেন, “ইসলামী দলগুলো এক হতে পারলে এবং ভোটের বাক্স সম্মিলিতভাবে খোলা যায়, তাহলে দেশে নতুন ইতিহাস রচিত হবে।” খেলাফত মজলিসের আমির মাওলানা আব্দুল বাছিদ আজাদ, জাতীয় নাগরিক পার্টির সাধারণ সম্পাদক আখতার হোসেন, এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ এবং বিএনপির কেন্দ্রীয় কমিটির ধর্মবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামালও বক্তব্য রাখেন।

বক্তারা সকল ইসলামী রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। তাদের মতে, ঐক্যবদ্ধ হলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিজয় নিশ্চিত এবং দেশের দিকনির্দেশ নির্ধারণ করবে জনগণ ও ইসলামী মূল্যবোধে বিশ্বাসী শক্তিগুলো।

নেছারাবাদী হুজুর মাওলানা খলিলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সম্মেলনে হাজার হাজার ধর্মপ্রাণ মুসল্লি অংশ নেন। নেছারাবাদ দরবার শরীফের বার্ষিক ওয়াজ মাহফিলের দ্বিতীয় দিনে অনুষ্ঠিত এই জাতীয় প্রতিনিধি সম্মেলনে ধর্মীয় ও রাজনৈতিক নেতারা একত্রিত হয়ে ভোট ও নির্বাচনের গুরুত্ব নিয়ে আলোচনা করেন।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড
Theme Customized BY LatestNews