1. rajubdnews@gmail.com : 24jibonnews : admin
শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০৬:৫৫ অপরাহ্ন

তারেক রহমান খুব শিগগিরই দেশে ফিরবেন: মির্জা ফখরুল

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫

অনলাইন ডেস্ক: দেশ গঠনের নতুন পরিকল্পনা সামনে রেখে রাজধানীর ফার্মগেটে আয়োজিত বিএনপির বৃহৎ সমাবেশে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান খুব শিগগিরই দেশে ফিরবেন। তিনি বলেন, তারেক রহমান যেদিন বাংলাদেশের মাটিতে পা দেবেন, সেদিন যেন পুরো দেশ কেঁপে ওঠে এবং বাংলাদেশের রাজনৈতিক দৃশ্যপট পাল্টে যায়।

বিজয়ের মাস উপলক্ষে বৃহস্পতিবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপি আয়োজিত এই অনুষ্ঠানে দেশের বিভিন্ন বিভাগের সহস্রাধিক নেতা অংশ নেন। সমাবেশের শুরু থেকেই উত্তেজনা ও প্রত্যাশায় ভরপুর পরিবেশ তৈরি হয়, বিশেষত যে ঘোষণার কেন্দ্রবিন্দুতে ছিলেন তারেক রহমান।

মির্জা ফখরুল বলেন, বিএনপির বিরুদ্ধে নানা প্রচারণা চলছে, আরও চলবে। তবু দলকে মাথা উঁচু করে দাঁড়াতে হবে। তার ভাষায়, বিএনপি কখনও পরাজিত হয়নি, পরাজিত হবেও না। কারণ বিএনপি জনগণের দল, মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী দল। তিনি বলেন, দলকে সামনে এগিয়ে নিতে ইস্পাতের মতো ঐক্যই বিএনপিকে শক্তি দেবে।

অনুষ্ঠানে তিনি উল্লেখ করেন, বৃহস্পতিবারই নির্বাচনের তফসিল ঘোষণা হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এই নির্বাচন নতুন নেতৃত্ব সৃষ্টির সুযোগ তৈরি করবে। প্রতিনিধিত্বশীল সংসদ গঠনের সুযোগ এসেছে, আর সেই পরিবর্তনের নেতৃত্বে থাকবেন তারেক রহমান।

বিএনপির মহাসচিব বলেন, আগামী নির্বাচন আওয়ামী লীগ আমলের নির্বাচন নয়। এই নির্বাচন হতে হবে সত্যিকার অর্থে নিরপেক্ষ। আর সেই নির্বাচনে জিততে হলে জনগণের ভালোবাসা অর্জন করতে হবে। মানুষের মন জয় করে ভোটকেন্দ্রে আনতে হবে। তিনি নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, মনোনয়ন কে পেল বা পেল না তা এখন ভাবার সময় নয়, বরং জনগণ বিএনপির কাছ থেকে কী প্রত্যাশা করে, সেটি তাদের সামনে তুলে ধরা জরুরি।

মির্জা ফখরুল নানা প্রেক্ষাপটে বিএনপির অতীত ভূমিকা স্মরণ করিয়ে দেন। তিনি বলেন, জিয়াউর রহমান দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেন, স্বাধীন বিচারব্যবস্থা ও মুক্ত গণমাধ্যম নিশ্চিত করেন। আর খালেদা জিয়ার শাসনামলে নারীর শিক্ষা, যুবকের কর্মসংস্থান, অর্থনীতির আধুনিকায়নসহ বহু সংস্কার করা হয়।

এ সময় তিনি বলেন, বিএনপি ক্ষমতায় গেলে শিক্ষা, স্বাস্থ্য, ক্রীড়া, কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড, কর্মসংস্থানসহ আটটি বিষয়ে বড় ধরনের কর্মপরিকল্পনা বাস্তবায়নের প্রস্তুতি নিচ্ছে। এসব পরিকল্পনা তুলে ধরতেই ১৩ ডিসেম্বর পর্যন্ত ধারাবাহিক কর্মশালার আয়োজন চলছে।

তিনি সতর্ক করেন, ধর্মকে ব্যবহার করে বিভ্রান্তির সৃষ্টি করা এবং নতুনভাবে বিভেদ তৈরি করার চেষ্টা চলছে। এই অপশক্তিকে রুখে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এবং সঞ্চালনা করেন যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল। উপস্থিত ছিলেন দলের উপদেষ্টা মাহদী আমিন, ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল হকসহ আরও অনেকে।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড
Theme Customized BY LatestNews