
অনলাইন ডেস্ক: দেশে আইনশৃঙ্খলার অবনতি ও লক্ষ্যভিত্তিক হামলার ঘটনাকে সরকারের দুর্বলতার ফল বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, মবোক্রেসি কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এবং এটিকে কঠোর হস্তে দমন করতে হবে।
রাজধানীর বনানীতে গণমাধ্যম সম্পাদক ও সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় রোববার (২১ ডিসেম্বর) এসব কথা বলেন সালাহউদ্দিন আহমদ। সাম্প্রতিক সময়ে প্রথম আলো ও ডেইলি স্টারে হামলার প্রসঙ্গ টেনে তিনি বলেন, কিছু কিছু গণমাধ্যমকে আগে থেকেই টার্গেট করা হয়েছিল। কিন্তু কেন আগেভাগে সতর্ক হওয়া গেল না, সেটিই বড় প্রশ্ন।
সালাহউদ্দিন আহমদের ভাষায়, “মবোক্রেসি কেন হচ্ছে, কেন এ ধরনের ঘটনা ঘটছে, তার মূল কারণ সরকারের দুর্বলতা। এসব ঘটনা শক্ত হাতে দমন না করলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে। এই বাংলাদেশে মবোক্রেসি দেখতে চাই না।”
গণমাধ্যমের ভূমিকার কথাও তুলে ধরেন বিএনপির এই নেতা। তিনি বলেন, সাংবাদিকদের মধ্যে ভিন্ন ভিন্ন আদর্শে বিশ্বাস থাকতে পারে, সেটি স্বাভাবিক। তবে দেশের প্রশ্নে নিরপেক্ষ থাকা নয়, দেশের পক্ষে থাকা জরুরি। তারেক রহমানের প্রত্যাবর্তনের মাধ্যমে গণতন্ত্রের ভিত্তি আরও শক্ত হবে বলে তিনি আশা প্রকাশ করেন এবং সে ক্ষেত্রে গণমাধ্যমের সহযোগিতা কামনা করেন।
সালাহউদ্দিন আহমদ আরও বলেন, “গণতন্ত্রকে শক্তিশালী করার জন্য বিএনপি সবার সহযোগিতা চায়। কোনো ব্যক্তি বা দলের জন্য নয়, দেশের গণতান্ত্রিক ব্যবস্থার জন্যই এই আহ্বান।” তিনি অতীত ভুলে যাওয়ার কথা বললেও ফ্যাসিস্ট আমলের অভিজ্ঞতা স্মরণে রাখার প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেন।
বিএনপির এই বক্তব্য ঘিরে রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে। বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক সহিংসতা ও গণমাধ্যমে হামলার প্রেক্ষাপটে সালাহউদ্দিন আহমদের মন্তব্য সরকার ও প্রশাসনের ভূমিকা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।