
অনলাইন ডেস্ক: দীর্ঘদিন পর দেশে ফিরে ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করতে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, আগামী শনিবার (২৭ ডিসেম্বর) প্রয়োজনীয় সব প্রক্রিয়া সম্পন্ন করে তিনি ভোটার হবেন।
রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ শেষে সোমবার (২২ ডিসেম্বর) সাংবাদিকদের এ তথ্য জানান সালাহউদ্দিন আহমদ। বৈঠকে নির্বাচন কমিশনার রহমানেল মাছউদ এবং ইসির সিনিয়র সচিবও উপস্থিত ছিলেন।
সালাহউদ্দিন আহমদ বলেন, তারেক রহমান আগামী বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) লন্ডন থেকে দেশে ফিরবেন। পরদিন শুক্রবার (২৬ ডিসেম্বর) থাকায় নির্বাচন কমিশনের নিয়মিত কার্যক্রম সীমিত থাকবে। সে কারণে শনিবার (২৭ ডিসেম্বর), যখন নির্বাচনকালীন সময়ে ইসির সব অফিস খোলা থাকে, সেদিনই ভোটার তালিকাভুক্তির সব কার্যক্রম সম্পন্ন করা হবে।
তিনি আরও বলেন, তফসিল ঘোষণার পর ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করতে নির্বাচন কমিশনের অনুমোদন প্রয়োজন হয়। সে বিষয়টি নিয়েই সিইসির সঙ্গে আলোচনা হয়েছে এবং কমিশন বিষয়টি ইতিবাচকভাবে দেখছে।
বৈঠকে শুধু তারেক রহমানের ভোটার হওয়া নয়, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মনোনয়নপত্রের শর্ত নিয়েও আলোচনা হয়। সালাহউদ্দিন আহমদ জানান, মনোনয়নপত্র জমাদানের সময় মামলা সংক্রান্ত তথ্য ও জামিনের সার্টিফায়েড কপি দাখিলের বিষয়টি সহজ করার আহ্বান জানানো হয়েছে। তাঁর ভাষায়, “অনেক ক্ষেত্রে কে কোথায় কত মামলার আসামি, তা প্রার্থীর পক্ষেও জানা কঠিন। এ বিষয়ে বাস্তবসম্মত সমাধান দরকার।”
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও কথা বলেন বিএনপির এই নেতা। তিনি বলেন, নির্বাচনকালীন পরিবেশ সুষ্ঠু রাখার দায়িত্ব সরকারের। নির্বাচন কমিশন যেভাবে নির্দেশনা দেবে, সেভাবেই সরকারকে সহযোগিতা করতে হবে। “আমরা চাই জনগণ উৎসবমুখর পরিবেশে স্বাধীন ও নির্ভয়ে ভোট দিতে পারুক,” বলেন তিনি।
দীর্ঘদিন প্রবাসে থাকার পর তারেক রহমানের দেশে ফেরা এবং ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তিকে আসন্ন নির্বাচনের রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে দেখছেন রাজনৈতিক পর্যবেক্ষকেরা। তাদের মতে, এটি নির্বাচনী মাঠে বিএনপির সক্রিয় উপস্থিতির বার্তাও দিচ্ছে।