1. rajubdnews@gmail.com : 24jibonnews : admin
সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫, ০৬:৪৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ:
আসন্ন নির্বাচন আয়োজনে ‘আমরা পুরোপুরি প্রস্তুত’ : প্রধান উপদেষ্টা মনোনয়ন জমার শেষ দিনে প্রার্থী-সমর্থকদের উপচে পড়া ভিড় ম্যাচে ৮ উইকেট নিয়ে বিশ্বরেকর্ড ভুটানের সোনামের সময় বাড়ল আয়কর রিটার্ন জমা দেওয়ার ঢাকা-১৭ আসনে তারেক রহমানের মনোনয়নপত্র জমা ইকুয়েডরের সমুদ্র সৈকতের পাশে বন্দুকধারীর গুলিতে নিহত ৬ সোমবার যুক্তরাষ্ট্রে ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসবেন নেতানিয়াহু : ইসরাইলি কর্মকর্তা তথ্য ফাঁসের ঘটনায় ক্ষমা চাইলেন কুপাংয়ের প্রতিষ্ঠাতা কিম বম-সুক নির্বাচনকে সামনে রেখে সাইবার নিরাপত্তা জোরদারের নির্দেশ প্রধান উপদেষ্টার অন্তর্বর্তী সরকারের মেয়াদেই হাদি হত্যার বিচার সম্পন্ন করা হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা

সময় বাড়ল আয়কর রিটার্ন জমা দেওয়ার

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫

অর্থনীতি ডেস্ক: জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা আরও এক মাস বাড়িয়েছে। এর আগে আয়কর রিটার্ন জমা দেওয়ার তারিখ ৩১ ডিসেম্বর নির্ধারিত হয়। বর্তমানে সময় আরও বাড়িয়ে আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত করা হয়।

এনবিআর আজ রোববার এ বিষয়ে একটি বিশেষ আদেশ জারি করেছে। আদেশে বলা হয়, করদাতাদের সুবিধার কথা বিবেচনা করেই এই সময় বাড়ানো হয়েছে।

এনবিআরের তথ্যনুযায়, চলতি ২০২৫-২৬ করবছরে এখন পর্যন্ত অনলাইনে রিটার্ন দাখিলের জন্য ৪২ লাখের বেশি করদাতা নিবন্ধন করেছেন। এর মধ্যে ২৬ লাখের বেশি করদাতা ইতোমধ্যে রিটার্ন জমা দিয়েছেন। অর্থাৎ এখনও প্রায় ১৫ থেকে ১৬ লাখ করদাতা রিটার্ন জমা দেননি।

এনবিআর জানায়, বর্তমানে দৈনিক গড়ে ১৫ হাজারের বেশি করদাতা রিটার্ন জমার জন্য নিবন্ধন করছেন। প্রতিদিনই আরও নতুন নতুন করদাতা অনলাইনে নিবন্ধন করছেন।

এনবিআর থেকে জানা যায়, এ বছর থেকে অনলাইনে আয়কর রিটার্ন জমা দেয়ার প্রক্রিয়া আরও সহজ করা হয়েছে। রিটার্ন দাখিলের সময় কোনও কাগজপত্র বা দলিলাদি আপলোড করতে হচ্ছে না; শুধু প্রয়োজনীয় তথ্য প্রদান করলেই হচ্ছে। এতে করে অনলাইনে রিটার্ন দাখিলের আগ্রহ আরও বাড়বে বলে আশা করছে ।

চলতি করবর্ষের জন্য অনলাইনে রিটার্ন দেয়া বাধ্যতামূলক করা হয়েছে। তবে ৬৫ বছর বা তদূর্ধ্ব বয়সী, শারীরিকভাবে অসমর্থ বা বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তি, বিদেশে অবস্থানরত বাংলাদেশি এবং মৃত করদাতার পক্ষে আইনগত প্রতিনিধির মাধ্যমে রিটার্ন দাখিল এবং বাংলাদেশে কর্মরত বিদেশি নাগরিকের ক্ষেত্রে এ বিধান শিথিল রাখা হয়েছে। চাইলে ই-রিটার্নও দাখিল করতে পারবেন তারা। করদাতার তরফে তার ক্ষমতাপ্রাপ্ত প্রতিনিধিও এবছর অনলাইনে ই-রিটার্ন দাখিল করতে পারছেন।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড
Theme Customized BY LatestNews