
অনলাইন ডেস্ক: সিরিয়ার সেনাবাহিনী দেশটির উত্তরাঞ্চলে এক দশকের বেশি সময় ধরে কার্যত স্বায়ত্তশাসন ভোগ করে আসা ভূখণ্ড থেকে কুর্দি বাহিনীকে হটিয়ে দিয়ে বিস্তীর্ণ এলাকা দখলে নিয়েছে।
সিরিয়ার দেইর হাফের থেকে এএফপি এখবর জানায়।
প্রেসিডেন্ট আহমদ আল-শারা কুর্দি ভাষাকে ‘জাতীয় ভাষা’ ঘোষণা করে এবং সংখ্যালঘু গোষ্ঠীটিকে আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়ে একটি ডিক্রি জারি করার পর সরকার কুর্দি-শাসিত এলাকাগুলোতে নিজেদের নিয়ন্ত্রণ আরও বিস্তৃত করছে বলে প্রতীয়মান হচ্ছে।
কুর্দিরা বলেছেন, শুক্রবারের ঘোষণা তাদের প্রত্যাশার তুলনায় কম; পাশাপাশি মার্চে হওয়া একটি চুক্তির বাস্তবায়ন স্থিমিত হয়ে পড়েছে, যার লক্ষ্য ছিল কুর্দি বাহিনীকে রাষ্ট্রীয় কাঠামোর মধ্যে অন্তর্ভুক্ত করা।
গত সপ্তাহে সরকারি সেনারা আলেপ্পোর দুটি পাড়া থেকে কুর্দি বাহিনীকে হটিয়ে দেয় এবং শনিবার শহরের পূর্বদিকে একটি এলাকা নিজেদের নিয়ন্ত্রণে নেয়।
রোববার সরকার রাক্কার পশ্চিমে প্রায় ৫৫ কিলোমিটার (৩৪ মাইল) দূরে অবস্থিত তাবকা দখলের ঘোষণা দেয়।
রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানা’কে দেওয়া তথ্যে তথ্যমন্ত্রী হামজা আলমুস্তাফা বলেন, ‘সিরীয় সেনাবাহিনী রাক্কা জেলার কৌশলগত শহর তাবকার নিয়ন্ত্রণ নিয়েছে, যার মধ্যে সিরিয়ার সবচেয়ে বড় বাঁধ ইউফ্রেটিস বাঁধও রয়েছে।’
তবে কুর্দি-নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস (এসডিএফ) জানিয়েছে, তারা তাবকায় ‘নিরাপত্তা ও স্থিতিশীলতা পুনঃপ্রতিষ্ঠায় প্রয়োজনীয় ব্যবস্থা’ নিয়েছে।
আলেপ্পো শহরের প্রায় ৫০ কিলোমিটার পূর্বে দেইর হাফেরে এএফপির এক সংবাদদাতা দেখেন, এসডিএফের বেশ কয়েকজন যোদ্ধা শহর ছেড়ে যাচ্ছেন এবং ভারী সেনা উপস্থিতির মধ্যে বাসিন্দারা ফিরে আসছেন।
সিরীয় সেনাবাহিনী জানায়, তাদের চারজন সেনা নিহত হয়েছেন; অন্যদিকে কুর্দি বাহিনীও বেশ কয়েকজন যোদ্ধার মৃত্যুর কথা জানিয়েছে। প্রত্যাহার চুক্তি লঙ্ঘনের জন্য উভয় পক্ষ একে অপরকে দায়ী করেছে।
কুর্দি কর্তৃপক্ষ রাক্কা অঞ্চলে কারফিউ জারি করে, সেনাবাহিনী ইউফ্রেটিস নদীর দক্ষিণ-পশ্চিমের একটি বিস্তীর্ণ এলাকা ‘বন্ধ সামরিক অঞ্চল’ ঘোষণা করার পর; একই সঙ্গে তারা সতর্ক করে যে, তাদের ভাষ্যমতে সেখানে থাকা একাধিক সামরিক স্থাপনায় তারা হামলা চালাবে।
রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানা রোববার জানায়, এসডিএফ রাক্কা শহরে ইউফ্রেটিসের ওপর থাকা দুটি সেতু ধ্বংস করেছে; শহরটি নদীর পূর্ব তীরে অবস্থিত।
রাক্কার মিডিয়া অধিদপ্তর আলাদাভাবে এসডিএফকে প্রধান পানির পাইপ উড়িয়ে দিয়ে রাক্কা শহরের পানির সরবরাহ বন্ধ করার অভিযোগ তোলে।
দেইর ইজ্জরের গভর্নর গাসসান আলসায়েদ আহমদ সামাজিক মাধ্যমে বলেন, এসডিএফ দেইর ইজ্জর শহরের কেন্দ্র, আল-মায়াদিন এবং অন্যান্য সরকারি নিয়ন্ত্রিত এলাকায় অবস্থিত পাড়াগুলোতে ‘রকেট নিক্ষেপ’ করেছে।
এসডিএফ জানায়, ‘দামেস্ক সরকারের সঙ্গে সংশ্লিষ্ট গোষ্ঠীগুলো আমাদের বাহিনীর অবস্থানে হামলা চালিয়েছে’ এবং ইউফ্রেটিসের পূর্ব তীরের একাধিক শহরে সংঘর্ষের সৃষ্টি হয়েছে—যেগুলো আল-মায়াদিনের বিপরীতে এবং দেইর ইজ্জর ও ইরাকি সীমান্তের মধ্যবর্তী এলাকায় অবস্থিত।
শুক্রবার সিরীয় কুর্দি নেতা ও এসডিএফ প্রধান মাজলুম আবদি আলেপ্পোর বাইরে থাকা তাঁর বাহিনীকে ইউফ্রেটিসের পূর্বে পুনর্নিয়োগের প্রতিশ্রুতি দিয়েছিলেন।
কিন্তু শনিবার এসডিএফ জানায়, দামেস্ক ‘সাম্প্রতিক চুক্তিগুলো লঙ্ঘন করেছে এবং আমাদের বাহিনীর সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে’; তাবকার দক্ষিণে সেনাদের সঙ্গে সংঘর্ষ শুরু হয়।
সেনাবাহিনী এসডিএফকে ‘অবিলম্বে ঘোষিত অঙ্গীকার পূরণ করে নদীর পূর্বে সম্পূর্ণভাবে সরে যেতে’ আহ্বান জানায়।
এসডিএফ সিরিয়ার তেলসমৃদ্ধ উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের বিস্তীর্ণ এলাকা নিয়ন্ত্রণ করে, যে অঞ্চলগুলো গত এক দশকে গৃহযুদ্ধ ও ইসলামিক স্টেট গোষ্ঠীর বিরুদ্ধে লড়াইয়ের সময় দখল করা হয়েছিল।
ইরাকের স্বায়ত্তশাসিত কুর্দিস্তান অঞ্চলের প্রেসিডেন্সি জানায়, যুক্তরাষ্ট্রের দূত টম ব্যারাক শনিবার এরবিলে আবদির সঙ্গে সাক্ষাৎ করেছেন।
ওয়াশিংটন দীর্ঘদিন ধরে কুর্দি বাহিনীকে সমর্থন করে এলেও সিরিয়ার নতুন কর্তৃপক্ষকেও সমর্থন দিয়েছে।
শনিবার যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড সিরীয় সরকারি বাহিনীকে ‘আলেপ্পো ও আল-তাবকার মধ্যবর্তী এলাকাগুলোতে যেকোনো আক্রমণাত্মক তৎপরতা বন্ধ করার’ আহ্বান জানায়।
ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ এবং ইরাকি কুর্দিস্তানের প্রেসিডেন্ট নেচিরভান বারজানিও উত্তেজনা প্রশমন ও যুদ্ধবিরতির আহ্বান জানান।
শুক্রবার শারার ঘোষণাটি ১৯৪৬ সালে সিরিয়ার স্বাধীনতার পর প্রথমবারের মতো কুর্দি অধিকারকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়ার নজির স্থাপন করে।
ডিক্রিতে বলা হয়, কুর্দিরা সিরিয়ার ‘অপরিহার্য ও অবিচ্ছেদ্য অংশ’, যে দেশে তারা কয়েক দশক ধরে প্রান্তিকতার শিকার হয়েছে।
এতে কুর্দি ভাষাকে ‘জাতীয় ভাষা’ করা হয় এবং সব কুর্দিকে নাগরিকত্ব দেওয়া হয়—যাদের প্রায় ২০ শতাংশকে ১৯৬২ সালের একটি বিতর্কিত আদমশুমারির সময় নাগরিকত্ব থেকে বঞ্চিত করা হয়েছিল।
সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলের কুর্দি প্রশাসন জানায়, ডিক্রিটি ‘একটি প্রথম পদক্ষেপ’, তবে এটি ‘সিরীয় জনগণের আকাঙ্ক্ষা ও প্রত্যাশা পূরণ করে না।’
দেশটির উত্তর-পূর্বের প্রধান কুর্দি শহর কামিশলিতে ৩৫ বছর বয়সী শেবাল আলী এএফপিকে বলেন, ‘আমরা কুর্দি জনগণের অধিকারের সাংবিধানিক স্বীকৃতি চাই।’
ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের সিনিয়র সিরিয়া বিশ্লেষক নানার হাওয়াচ বলেন, ডিক্রিটি ‘সাংস্কৃতিক ছাড় দেওয়ার পাশাপাশি সামরিক নিয়ন্ত্রণ সুসংহত করে।’
তিনি বলেন, ‘এটি উত্তর-পূর্বাঞ্চলের স্বায়ত্ত-শাসনের দাবি সমাধান করে না।’
এদিকে শনিবার যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী জানায়, উত্তর-পশ্চিম সিরিয়ায় চালানো এক হামলায় এমন এক জঙ্গি নিহত হয়েছে, যে গত মাসে তিনজন মার্কিন নাগরিকের প্রাণঘাতী হামলার সঙ্গে জড়িত ছিল।