চট্টগ্রামে স্কুলছাত্র আদনান ইসফার হত্যায় জড়িত সন্দেহে পাঁচ কিশোরকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে রক্তমাখা ছুরি উদ্ধার করা হয়েছে। বুধবার রাতে চট্টগ্রামের বাদুরতলা থেকে মুনতাসিরকে এবং বাঁকিদের ফটিকছড়ি উপজেলার বিভিন্ন এলাকা থেকে আটক করা হয়।
আটকরা হলেন, হাজেরা তজু ডিগ্রি কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্র মহিম, সাব্বির, মুনতাসির ও আবদুল্লাহ আবু সাঈদ এবং এসএসসি পরীক্ষার্থী আরমান। এদের মধ্যে মুনতাসিরকে নগরীর বাদুরতলা এবং বাঁকি চারজনকে ফটিকছড়ি থেকে আটক করা হয়েছে। কলেজিয়েট স্কুলের মাঠে ক্রিকেট খেলা নিয়ে বিরোধ থেকে এই হত্যাকাণ্ড বলে পুলিশ সূত্রে জানা গেছে।
তবে আদনান হত্যায় নেতৃত্বদানকারী ছাত্রলীগ নেতা মাঈন উদ্দিনকে এখনও গ্রেফতার করেত পারেনি পুলিশ। ভিডিও ফুটেজ থেকে চিহ্নিত করে তাকে ধরার অভিযান চালানো হচ্ছে। মঙ্গলবার দুপুরে নগরীর জামালখানে কলেজিয়েট স্কুলের ১০ শ্রেণীর ছাত্র আদনানকে খুন করা হয়।
কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.জসিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।