1. rajubdnews@gmail.com : 24jibonnews : admin
মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫, ০৫:২৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ:
নতুন বাংলাদেশ গঠনে কাজ করছে সরকার: প্রধান উপদেষ্টা মহানবী (সা.) ও মুসা (আ.)-কে নিয়ে ব্যঙ্গচিত্র আঁকায় চারজন কার্টুনিস্ট আটক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যশোরের আহ্বায়ক রাশেদ খান পদত্যাগ করেছেন ঝিনাইদহের শৈলকূপায় ট্রাক চাপায় এক ব্যক্তি নিহত গোলাম রাব্বানীর দ্বিতীয় চলচ্চিত্র ‘আনটাং’ অফিসিয়ালি নির্বাচিত হচ্ছে ওয়াটারলু ফিল্ম ফেস্টিভ্যালে প্রধান উপদেষ্টার সঙ্গে টেলিফোনালাপ মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর ’কাঁটা লাগা’ গার্ল খ্যাত শেফালি জরিওয়ালা হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান ভয়াবহ দাবানলে পুড়ছে তুরস্কের পশ্চিমাঞ্চলীয় ইজমির প্রদেশ ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের হামলায় আরও ৭২ ফিলিস্তিনি নিহত পিআরকে ইস্যু করে দেশের মানুষের গণতন্ত্রের আকাঙ্ক্ষায় দ্বন্দ্ব সৃষ্টিকারী বাংলাদেশের আদর্শে বিশ্বাসী না

রুশ ললনার ফাঁদ এড়াতে ইংলিশ ফুটবলারদের পরামর্শ

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : বুধবার, ৩০ মে, ২০১৮

রাশিয়া বিশ্বকাপে অংশ নিতে যাওয়া ইংলিশ ফুটবলার ও সমর্থকদের সাবধান করে দিলো এস্তোলিয়ান ফরেন ইন্টিলিজিয়েন্স সার্ভিসের প্রধান মিক মারান।

তার মতে, আসন্ন ফুটবল বিশ্বকাপের সাক্ষী থাকতে রাশিয়াতে গেলে প্রতিটি পদক্ষেপে সাবধাণ থাকতে হবে কারণ একটু অমনযোগী হলেই রুশ সুন্দরীদের পাতা ফাঁদে পা ফসকে পড়লেই বিপদ।

ইতোমধ্যেই আসন্ন বিশ্বকাপে ইংলিশ সমর্থক এবং ফুটবলারদের জন্য মোহময়ী রূপের ফাঁদ পেতে বসে আছেন রুশ সুন্দরীরা। তাদের টার্গেট থেকে সরিয়ে দেওয়ার জন্যই এই উদ্দ্যোগ এস্তোলিয়ান ফরেন ইন্টিলিজিয়েন্স সার্ভিসের।

একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে দেওয়ো সাক্ষাৎকারে সংস্থাটির প্রধান বলছেন, সমর্থকদের এবং ফুটবলারদের প্রতিটি পদক্ষেপে সতর্ক থাকা প্রয়োজন। রেঁস্তোরা বা অন্য কোথায় অপরিচিত কারোর সঙ্গে দীর্ঘক্ষণ কথা না বলাই ভাল। কারণ অপরিচিত ব্যক্তিটি পরিচয় গোপন করে থাকা কোনও এজেন্টও হতে পারেন।

রাশিয়ায় যারা খেলা দেখতে আসবেন তাদের নিজেদের সব তথ্যই রাশিয়ান স্পেশ্যাল সার্ভিসকে জানাতে হবে। রাশিয়ায় আসা সব ফুটবলপ্রেমীকেই যে টার্গেট করা হবে এমনটা নয়। তবে উচ্চপদস্থ কর্মীদের টার্গেট করার সম্ভবনাই বেশি। প্রত্যেকের উপরই ওরা নজর রাখবে। কোথায় থাকছে, কী করছে সব কিছুই।

তবে রাশিয়ায় আসার জন্য যারা পরিকল্পনা করেছেন তাদের আশ্বস্ত করে মিক বলেছেন, রাশিয়া দারুণ দেশ। এখানে আসুন। সাবধাণী হলে সফর ভাল হবে।

পাশাপাশি তিনি এ-ও জানান যে, মধুচক্রের সাহায্য নিয়ে ইংল্যান্ড ফুটবলারদের নিজেদের লক্ষ্য থেকে সরিয়ে দিতে পারেন দুস্কৃতীরা।

তিনি বলেন, ‘আমি জানি বিশ্বকাপে বিশেষ সম্ভবনা নেই ইংল্যান্ডের। তবুও যতটা আছে, ততটা খারপ করার জন্যই মধুচক্রের পথ বাছতে পারে ওরা। এমনকি খাবারে বিষক্রিয়াও করতে পারে।’

উল্লেখ্য, ১৪ জুন থেকে শুরু হতে চলেছে ফিফা বিশ্বকাপ ফুটবল। চলবে ১৫ জুলাই পর্যন্ত। রাশিয়ার এগারোটি শহরে হবে বিশ্ব ফুটবলের এই মহা আয়োজন।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © জীবন নিউজ ২৪ ডট কম
Theme Customized BY LatestNews